মহানগর ডেস্ক: জেলের ঘানি (Jail Punishment) টানতে হবে ১৪২ বছর! কেরলের পাথানামথিট্টায় পস্কো কোর্টে নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে এমনই সাজা শোনাল পস্কো আদালত (Posco Court)। প্রায় দেড়শো বছরের সশ্রম কারাদণ্ডের (One Hundred Forty Two Years Jail) পাশাপাশি পাঁচ লক্ষ টাকা জরিমানা ধার্য করল এক আসামীকে। নিজের আত্মীয়া দশ বছরের নাবালিকাকে (MINOR) দু বছর ধরে পাশবিক উপায়ে দায়ে একচল্লিশ বছর বয়স্ক এক ব্যক্তিকে ওই সাজা দেওয়া হয়। ১৪২ বছর কারাবাসের সাজার পাশাপাশি আদালত জানিয়েছে, আসামী যদি পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে না পারে,তাহলে তাহলে তাকে আরও তিন বছর জেলে থাকতে হবে।
পস্কো কোর্টে এতদিন পর্যন্ত যত সাজা দেওয়া হয়েছে, এই সাজার মেয়াদ সব থেকে বেশি। আসামীর নাম জানা গিয়েছে আনন্দন পিআর ওরফে বাবুকে জেলে ষাট বছর কাটাতে হবে। ২০২১ সালের মার্চের কুড়ি তারিখে দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তিরুভাল্লা থানা মামলা দায়ের করা হয়। ওই নাবালিকাকে দু বছর ধরে পাশবিকভাবে ধর্ষণ করে অভিযুক্ত। সে নাবালিকার আত্মীয় এবং ধর্ষিতার বাবা মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতো। পাথানামথিট্টার পুলিশ জানিয়েছে মামলায় পস্কোর মুখ্য আইনজীবী আদালতে উপস্থিত হয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ান, মেডিকেল রেকর্ড ও সাক্ষ্যপ্রমাণ পেশ করেন। তিরুভালা পুলিশ আনন্দনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। এরপর আদালতে চার্জশিট পেশ করে। জেলা পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে বিচারে আসামীকে ১৪২ বছরের কারাদণ্ড দিয়েছে পস্কো আদালত। পাঁচ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।