Home Featured Post Office Charges: আপনি কি পোস্ট অফিসের গ্রাহক? আট ক্ষেত্রেই চার্জ কাটে এখানে!

Post Office Charges: আপনি কি পোস্ট অফিসের গ্রাহক? আট ক্ষেত্রেই চার্জ কাটে এখানে!

by Arpita Sardar

মহানগর ডেস্ক: ভারতীয় পোষ্ট অফিসের হাত ধরে দেশের প্রতিটি প্রান্তে আর্থিক পরিষেবা পৌঁছে গেছে। সারা দেশে তারা তাদের ১.৫ লক্ষেরও বেশি শাখার মাধ্যমে ব্যাঙ্কের মতোই একাধিক ডাক পরিষেবা দিয়েছে। নিত্যনতুন দিক এনেছে। যার ফলে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা বা তোলাতে সুবিধা রয়েছে। এমনকি একেবারে সম্পূর্ণ নিরাপদে থাকে উপভোক্তাদের টাকা। অনেক সময় বিভিন্ন স্কিমে চমৎকার সুদের হারও দেয় পোস্ট অফিস। রয়েছে বিমা এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন স্কিম। তবে আপনি কি জানেন এই পোস্ট অফিসও বিভিন্ন সার্ভিসের জন্য টাকা চার্জ করে গ্রাহকের থেকে?

পোস্ট অফিসের গ্রাহকরা রেকারিং ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট, টার্ম ডিপোজিট, জাতীয় সঞ্চয, মাসিক স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, জাতীয় সঞ্চয় শংসাপত্র, কিষাণ বিকাশ পত্রের মতো স্কিমে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি পোস্ট অফিসের এই গুলির কোনও একটির গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই বেশকিছু চার্জ নিয়ে অবগত থাকা উচিত।

পোস্ট অফিসের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রাহকদের থেকে ৮টি বিভিন্ন ক্ষেত্রে চার্জ কাটে পোস্ট অফিস। আর প্রতি ক্ষেত্রেই চার্জের পরিমাণের ওপর আলাদা আলাদা কর ধার্য করা হয়। এবার সেই চার্জগুলি সম্পর্কে জেনে নিন।

১. বিকৃত শংসাপত্রের বদলে যদি পাস বই ইস্যু করতে চান। তাহলে প্রতি রেজিস্ট্রেশনে খরচ হবে ১০ টাকা।
২. আবার শংসাপত্র না থাকলে পাস বই ইস্যু করতেও খরচ পড়বে ১০ টাকা।
৩. নমিনেশন বাতিল কিংবা পরিবর্তন, উভয় ক্ষেত্রে চার্জ লাগবে ৫০ টাকা।
৪. অ্যাকাউন্ট হস্তান্তর করতে চার্জ লাগবে ১০০ টাকা।
৫. ডুপ্লিকেট পাসবুক ইস্যু করতে গেলে গ্রাহককে খসাতে হবে ৫০ টাকা।
৬. জমার রসিদ কিংবা অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইস্যু করতে লেগে যাবে ২০ টাকা। আবার একসঙ্গে উভয় নথি চাইলে পোস্ট অফিস আপনার থেকে একবারে ৪০ টাকা নেবে।
৭. সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ১০ পৃষ্ঠার পর চেক নিতে গেলে বই প্রতি গ্রাহককে দিতে হয় ২ টাকা।
৮. চেক বাউন্স হলে সেক্ষেত্রে ১০০ টাকা চার্জ ধার্য করা হয় থেকে।

You may also like