Home Finance POST OFFICE E-PASSBOOK: পোস্ট অফিসে চালু হল ই পাসবুক ফিচার

POST OFFICE E-PASSBOOK: পোস্ট অফিসে চালু হল ই পাসবুক ফিচার

by Arpita Sardar
post office, e passbook, fd account

মহানগর ডেস্কঃ পরিবর্তিত সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তন এসেছে বিনিয়োগের ধরণে। এল আই সি, প্রাইভেট ব্যাঙ্ক সব কিছুতেই বিনিয়োগ করছেন মানুষ। তবে বাজারি ঝুঁকি থেকে দূরে থাকতে আজও অনেক মানুষ ভরসা করেন পোস্ট অফিসের বিনিয়োগের প্রতি। পাশাপাশি পোস্ট অফিসের রিটার্নও অনেকটাই ভাল। সব মিলিয়ে পোস্ট অফিস আজও ভরসাস্থল মানুষের। পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য সুখবর। এখন মোবাইল বা নেট ব্যাঙ্কিং ছাড়াই পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় একাউন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারেন গ্রাহকরা। কারণ পোস্ট অফিস ছোট সঞ্চয় অ্যাকাউন্টের জন্য ই-পাসবুক ফিচার চালু করেছে।

এই ই পাসবুক ফিচারের মাধ্যমে গ্রাহকেরা কয়েক মিনিটের মধ্যে যে কোনও ছোট সঞ্চয় অ্যাকাউন্টের ব্যালেন্স তথ্য পরীক্ষা করতে পারবেন। এই বিষয়ে পোস্ট অফিসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জনগণকে আরও ভাল পরিষেবা দেওয়ার জন্যই পোস্ট অফিসের এই সিদ্ধান্ত। এই সুবিধাটা গ্রাহকেরা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে, পোস্ট অফিসের গ্রাহকেরা এখন থেকে ই-পাসবুকের মাধ্যমে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনার মত ছোট সঞ্চয় প্রকল্পগুলির অ্যাকাউন্টের তথ্য ঘরে বসেই পেতে পারেন।

এই ই পাসবুক তৈরির জন্য গ্রাহকদের indiapost.gov.in বা ippbonline.com এ ক্লিক করতে হবে। মোবাইল নম্বর এবং ক্যাপচা পুরণ করে লগ ইন করতে হবে। এর পরে এখানে ই পাসবুকের বিকল্পটি নির্বাচন করতে হবে। এর পরে গ্রাহকের স্কিমের ধরণ, অ্যাকাউন্ট নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর, ক্যাপচা কোড পূরণ করতে হবে। এরপর মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটা লিখতে হবে। কয়েক মিনিটের মধ্যে ছোট সঞ্চয় অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট গ্রাহকের সামনে খুলে যাবে। ফলত ঘরে বসেই বিভিন্ন প্রকল্পের অ্যাকাউন্টের তথ্য সম্পর্কে বিশদে জানার সুবিধা পাবেন পোস্ট অফিসের গ্রাহকেরা।

You may also like