Home Uncategorized POUSH MELA: জেলে বসেই পৌষ মেলা বন্ধ না করার বার্তা অনুব্রতর

POUSH MELA: জেলে বসেই পৌষ মেলা বন্ধ না করার বার্তা অনুব্রতর

by Arpita Sardar
anubrata mondal, poush mela, shantiniketan

মহানগর ডেস্কঃ যে কোনও উপায়ে পৌষমেলা করতেই হবে। জেলে বসেই এমন জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। এই মেলা বন্ধ না করার জন্য সঙ্গে নিতে হবে মানুষকে, এমনও সাফ জানিয়ে দিলেন তিনি। বোলপুর পুরসভাই এই মেলার আয়োজন করবে বলে জানানো হয়েছে, কেষ্টর তরফে।

শুক্রবার গোরু পাচার মামলায় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয় কেষ্টকে। এদিন তিনি আদালতে পৌঁছনোর আগেই বীরভূম থেকে দলের জেলা নেতৃত্বদের ভিড় জমে আদালতের চত্বরে। আদালতের বাইরে ওই জেলা নেতারা অনুব্রতকে জানান, বিশ্বভারতীর উদ্যোগে মেলা হলেও কর্তৃপক্ষ তা করতে চাইছেন না। তখনই অনুব্রত দলের নেতাদের স্পষ্ট জানিয়ে দেন, সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে। এই পরিস্থিতিতে যে কোনও মূল্যে মেলার আয়োজন করতে হবে।

এই বিষয় নিয়ে দলের জেলা সহ সভাপতি জানান, অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছে। তাঁর নির্দেশে প্রয়োজনে ডাকবাংলো মাঠেই করতে হবে পৌষমেলা। তিনি জানান, সেক্ষেত্রে পুরসভা বা স্থানীয় সংগঠন যদি মনে করে তাহলে সেটাও করা যেতে পারে। তবে এদিন তিনি জানিয়ে দেন মেলা হবেই। পাশাপাশি তিনি পঞ্চায়েত ভোটের প্রসঙ্গও উল্লেখ করেন। যেহেতু এই মেলায় গ্রামের বহু মানুষ নিজেদের সামগ্রী তৈরি করে বিক্রি করেন, সেহেতু পঞ্চায়েত ভোটের আগে এই মেলা করতেই হবে বলে তিনি জানান।

তবে শুধু পৌষমেলাই নয়। আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের সকলকে একজোট হয়ে রাজনৈতিক লড়াইয়ে নামতে হবে বলে নির্দেশ দেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি অনুব্রত মণ্ডল এদিন নির্দেশ দেন, কোথাও কোনও গোষ্ঠীবাজি করা যাবে না। সেইসঙ্গে বিরোধী দলগুলি যাতে তৃণমূলের নেতা কর্মীদের দুর্বলতার সুযোগ না নিতে পারে তার দিকেও লক্ষ্য রাখতে হবে বলে নির্দেশ দেন অনুব্রত।

You may also like