Home Entertainment Prabhas-Kriti : সত্যিই কি প্রেম করছেন প্রভাস-কৃতি! কী বললেন অভিনেত্রী?

Prabhas-Kriti : সত্যিই কি প্রেম করছেন প্রভাস-কৃতি! কী বললেন অভিনেত্রী?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : টিনসেল টাউনে আপাতত জোড় গুঞ্জন। প্রেমের সাগরে ডুব দিয়েছেন কৃতি সানন এবং প্রভাস। এই খবরে প্রায় এক প্রকার সিলমোহর দিয়ে দিলেন কৃতির সহ অভিনেতা বরুণ ধাওয়ান। শুধু তাই নয় এমনটাও নাকি শোনা যাচ্ছে আদিপুরুষ ছবির সেটাই শুরু হয়েছে তাদের প্রেমের কাহিনী। আর ছবির মুক্তির পরেই নাকি চার হাত এক হতে চলেছে দুজনের। দুজনের পরিবার ও নাকি বেজায় খুশি তাদের সম্পর্কে। যদিও প্রীতি অথবা প্রভাস কেউই এ ব্যাপারে এতদিন মুখ খোলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকার মুখ খুলতেই হলো কৃতিকে।

এক সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন প্রেমের ব্যাপারে ভেরিয়া অভিনেত্রী জানান,’ এটা কোন প্রেম নয় না তো কোন প্রচার। আপাতত আমাদের ভেরিয়া এখন ভালোভাবে দৌড়াচ্ছে। সেদিকেই মন দিতে চাইছি। তবে আমি শুনেছি কিছু কিছু সংবাদ মাধ্যম নাকি আমাদের বিয়ের দিন পর্যন্ত ঠিক করে ফেলেছেন। তবে আমি বলতে চাই যে ধরনের গুঞ্জন উঠেছে তা সম্পূর্ণ অনায্য’।

রামায়ণের নব সংস্করণ হিসেবে পরিচালক ওম রাউত সামনে এনেছিলেন আদিপুরুষ ছবির টিজার। তবে ছবির প্রথম সালোক সামনে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়। বিশেষ করে ভিএফএক্স এবং ছবিতে রাবনের ভূমিকায় অভিনয় করা সইফ আলী খানের চরিত্রকে ঘিরে উঠে আসতে থাকে মন্তব্য। কেউ কেউ বলেন ছবিতে রাবণের থেকে বেশি মুঘল বাদশাহো লাগছে সইফ আলী খানকে। এমনকি ছবির গল্প নিয়েও একাধিক বিতর্ক দানা বাঁধে। প্রথমেই ছবির মুক্তির কথা ছিল আগামী বছর ১২ জানুয়ারি। যদিও সেই দিন পিছিয়ে গিয়ে হয়েছে ১৬ জুন।

You may also like