Home Featured PRASUN BANARJEE : ডিসেম্বরে সরকার পড়লে রাজনীতি ছেড়ে দিতে প্রস্তুত প্রসূন, চ্যালেঞ্জ মিঠুনকে

PRASUN BANARJEE : ডিসেম্বরে সরকার পড়লে রাজনীতি ছেড়ে দিতে প্রস্তুত প্রসূন, চ্যালেঞ্জ মিঠুনকে

by Arpita Sardar
prasun banarjee, mithun chakraborty, tmc, bjp, panchayet election

মহানগর ডেস্কঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এই মুহূর্তে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে জড়িয়ে রাজ্যের শাসকদলের অবস্থা টালমাটাল। আর সেই সুযোগ কাজে লাগিয়ে রীতিমত নিজেদের ঘাঁটি প্রস্তুত করতে কোমর বেঁধে লেগে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির হয়ে প্রচারের জন্য সম্প্রতি রাজ্যে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। রাজ্যের বিভিন্ন জেলায় তিনি প্রচারও করেন। সেইসমস্ত কর্মীসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। তিনি দাবি করেন আসন্ন ডিসেম্বরেই সরকার পড়ে যাবে।

পাশাপাশি মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, তৃণমূলের একাধিক সাংসদ ও বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে প্রচারে এমনই বলতে শোনা গেছে তাঁকে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মিঠুন চক্রবর্তীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপি যদি তৃণমূলকে ডিসেম্বরে ফেলে দিতে পারেন তাহলে শুধু সাংসদ পদ ছেড়ে দেওয়া নয়, রাজ্য ছেড়েই চলে যাবেন তিনি। পাশাপাশি প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, মিঠুন চক্রবর্তী একজন ভাল অভিনেতা, ভাল একজন মানুষ। তবে এইসব কথা ওঁর মুখে একেবারেই মানায় না বলে দাবি করেন প্রসূন। পাশাপাশি তিনি এমনও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত একজন নেত্রী থাকতে তৃণমূলক কেউ হারাতে পারবে না।

প্রসূন বন্দ্যোপাধ্যায় এমনও জানান, রাম বাম এখন মিলেমিশে গিয়েছে। তবে মিলে গেলেও তৃণমূলের কিছুই ক্ষতি হবে না বলে দাবি করেন তিনি। তিনি বলেন কে কী অন্যায় করল সেটার দায় কখনওই মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একদম সাদা ঝকঝকে বলেই দাবি করেন তিনি।

অন্যদিকে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূলের সবাই চোর বলে শুভেন্দুর মন্তব্য সঠিক নয়। তিনি জানান, তিনি নিজেও তৃণমূলের একজন সদস্য, তাহলে তাঁকেও ধরে নিয়ে গিয়ে দেখুক।

You may also like