মহানগর ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সলমান এবং প্রীতির পোশাক সকলের নজর কেড়েছে। একদিকে চুলবুল পাণ্ডের অবতারে ধরা পড়েছেন ‘দাবাং’ সলমান। অন্যদিকে, কপের ভূমিকায় দেখা যাচ্ছে প্রীতিকে। অভিনেত্রীর পোশাকের পিছনে লেখা আছে পুলিশ। তবে দুজনের এই ছবি দেখেই ফ্যানেরা বলছেন, তাহলে কী ‘দাবাং ৩’-তে ক্যামিও করতে চলেছেন প্রীতি? সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সেই ছবি শেয়ার করে লেখেন, ‘এই হ্যালোয়েন দেখা করলাম উত্তরপ্রদেশের এক বিশেষ মানুষের সঙ্গে। ভাবো এবং বল?#হ্যাপি হ্যালোয়েন# পুলিশ# চমকপ্রদ# দাবাং ৩।’ এরপরেই প্রীতির অনুরাগীরা নানারকম পোস্ট করতে শুরু করে দেন। কেউ লিখেছেন, ‘আশা করছি এটা মিথ্যে হবে না।’ অন্য একজন বলছেন, ‘দাবাং-এ প্রীতি জিন্টাকে দেখা যাবে। বেশ ভাল হতে চলেছে ছবিটি।’
এদিকে, প্রীতি এবং সলমানের জুটি বলিউডে একাধিকবার দেখা গিয়েছে। ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘দিল নে জিসে আপনা কাহা’, ‘হার দিল জো প্যাঁর কারেগা’-র মতো ছবিতে। এক সাক্ষাতকারে অভিনেত্রীকে সলমানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘সলমানের সঙ্গে কোনও রিহার্সাল করতে হবে না। তুমি শুধু শুরু হয়ে যাবে। করতে করতে সব কিছু তৈরি হয়ে যাবে।’ ডিসেম্বরে মুক্তি পাবে ‘দাবাং ৩। মুখ্য চরিত্রে দেখা যাবে সলমান খান, সোনাক্ষী সিনহা, সাই মাঞ্জরেকর, মহেশ মাঞ্জরেকর, কিচ্চা সুদীপের মতো তারকাদের। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রভু দেবা। এই সিনেমাটি তামিল, তেলেগু এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে।