মহানগর ডেস্ক: এমন সংবর্ধনার (Felicitation) কখনও শুনেছেন? ভোটে হারলেন প্রার্থী, আর হারার পর তাঁকে এক দু হাজার টাকা নয়, দুকোটি এগারো লক্ষ টাকা (Two Crore And Eleven Lakhs Rupee) আর স্করপিও এসইউভি গাড়ি উপহার দিলেন গ্রামবাসীরা (Presented By Villagers)। খবরটা শোনার পর নিশ্চয়ই চোখ কচলাচ্ছেন। ভাবছেন এরকম আজগুবি খবরের মানেটা কি। না, কোনওভাবে এটা আজগুবি খবর নয়। একেবারে সত্যি ঘটনা। ঘটনাটা হরিয়ানার রোহতক জেলার চিরি নামে একটি গ্রামের। সেখানে সরপঞ্চ পদে দাঁড়িয়েছিলেন ধরমপাল ওরফে কালা। কিন্তু ভাগ্য খারাপ। ভোটে হেরে যান তিনি। মাত্র ছেষট্টি ভোটে জিতে যান তাঁর প্রতিদ্বন্দ্বী।
ভোটে দাঁড়ালে কেউ জেতে, কেউ হারে। দুনিয়ায় এটাই নিয়ম। হারের পর সব প্রার্থীই হতাশ হন। পরের বার জিতবেন,এমনটাই আশা করেন। অনেকে ঠিকমতো মানতে পারেন না। আবার অনেকে মেনে নেন। কিন্তু হারের পর গ্রামবাসীরা তাঁকে রীতিমতো জাঁকজমক করে সংবর্ধনা দিলেন। লাখন মাজরা ব্লকে অনুষ্ঠিত সংবর্ধনায় বিভিন্ন খাপ এবং বিভিন্ন গ্রামের বাসিন্দারা হাজির হয়েছিলেন। উপহার হিসেবে দু কোটি কুড়ি লক্ষ টাকা এবং স্করপিও এসইউভি গাড়ির পাশাপাশি গ্রামের বাসিন্দারা পাগড়ি ও মালা দিয়ে সংবর্ধনা দেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এটা করা হয়েছে গ্রামে ভাতৃত্ববোধ রক্ষার জন্য।
তাছাড়া তাঁর মনোবল যাতে ভেঙে না পড়েই এমন ব্যবস্থা করা হয়েছে। তবে শুধু এটাই নয়, বিভিন্ন খাপ পঞ্চায়েতও তাঁকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং খাপ পঞ্চায়েতে গুরুত্বপূর্ণ পদ দিতে চলেছে। এই চিরি গ্রাম রোহতক জেলার লোই বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই আসনটি রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার। ধরমপাল লাখন মাজরা ব্লক সমিতির চেয়ারম্যান ছিলেন। তাঁর মা ও ঠাকুরদা চিরি গ্রামের সরপঞ্চ ছিলেন।
.