Home Featured Draupadi Murmu: রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে হাতে তুলে নিলেন ঝাড়ু, ভাইরাল দ্রৌপদীর ভিডিও

Draupadi Murmu: রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে হাতে তুলে নিলেন ঝাড়ু, ভাইরাল দ্রৌপদীর ভিডিও

by Anamika Nandi
Draupadi Murmu: রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে হাতে তুলে নিলেন ঝাড়ু, ভাইরাল দ্রৌপদীর ভিডিও

মহানগর ডেস্ক: সকলকে চমকে দিয়ে আদিবাসী নেত্রী দৌপ্রদী মুর্মুর (Draupadi Murmu) নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী (Presidential polls) হিসেবে ঘোষণা করেছে গেরুয়া শিবির (BJP)। তারপরেই বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা। Z প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন দ্রৌপদী মুর্মু। এদিকে মন্দিরে পুজো দিয়ে নিজের যাত্রা শুরু করেছেন ঝাড়খণ্ডের নেত্রী। তবে শুধুমাত্র পুজোই দেননি, ঝাঁটা হাতে নিয়ে মন্দির চত্বর সাফাই করতে দেখা গিয়েছে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে। আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে আপ্লুত দ্রৌপদী

আগামী মাসে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। বিরোধীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম ঘোষণা করা হয়েছে। এদিকে বিজেপি বেছে নিয়েছে আদিবাসী নেত্রী দৌপ্রদি মুর্মুকে। আগামী দিনে তিনি দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হবেন কিনা, তা বলবে সময়। কিন্তু তাঁর নাম ঘোষণার পর সকলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। বুধবার সকালে ঝাড়খণ্ডের নেত্রী পৌঁছে গিয়েছিলেন ময়ূরভঞ্জের রায়রাংপুরের জগন্নাথ মন্দিরে। সেখানে পুজো দিয়ে, চলে যান শিব মন্দিরে। সেখানে হাতে তুলে নেন ঝাঁটা। একেবারে বাড়ির সাধারণ মেয়ের মতো তাঁকে ও গোটা মন্দির চত্বর সাফাই করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হলে, নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন আদিবাসী নেত্রী।

ঝাড়ু হাতে দ্রৌপদী মুর্মু

মঙ্গলবার তাঁর নাম রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রার্থী হিসেবে ঘোষণা হলে, বিশ্বাসই করতে পারেননি দ্রৌপদী। তাঁর বক্তব্য, “সত্যিই অবাক হয়ে গেছি। বিশ্বাস হচ্ছে না এমনটা হয়েছে। এর জন্য আমি কৃতজ্ঞ। পদে এলে সংবিধান মেনে নিজের দায়িত্ব পালন করব”। ১৯৫৮ সালে ওড়িশার এক আদিবাসী পরিবারে জন্ম তাঁর। পেশায় ছিলেন শিক্ষিকা। রাজনীতির ময়দানে পা রেখেছিলেন ১৯৯৭-তে।

মন্দির চত্বর সাফাই করছেন আদিবাসী নেত্রী

রায়রাংপুরের জেলা বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর দু’বার বিধায়কের আসন সামলেছেন। নবীন পট্টনায়েকের মন্ত্রিসভাতেও কাজ করেছেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে গত বছর পর্যন্ত কাজ করেন তিনি। যদিও এবার কাজটা আরও কঠিন হতে চলেছে। তাঁর বিরুদ্ধে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা। প্রস্তুতি তুঙ্গে। আগামী ২৫ জুন মনোনয়ন জমা দেবেন তিনি।

You may also like