Home Featured Presidential Election; সামনে রাষ্ট্রপতি নির্বাচন, বড় দায়িত্ব পেলেন নাড্ডা-রাজনাথ সিং 

Presidential Election; সামনে রাষ্ট্রপতি নির্বাচন, বড় দায়িত্ব পেলেন নাড্ডা-রাজনাথ সিং 

by Anamika Nandi
Presidential Election; সামনে রাষ্ট্রপতি নির্বাচন, বড় দায়িত্ব পেলেন নাড্ডা-রাজনাথ সিং 

মহানগর ডেস্ক: আগামী মাসেই রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলাপ আলোচনার দায়িত্ব জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda) ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে (Rajnath Singh) দিল ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। ইউপিএ জোটের বিভিন্ন দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলির সাংসদদের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে পরামর্শ নেবেন বিজেপির এই দুই নেতা। রবিবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘নাড্ডা এবং রাজনাথ সিংকে অন্যান্য দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসার দায়িত্ব দেওয়া হয়েছে’।

বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলবেন নাড্ডা ও প্রতিরক্ষা মন্ত্রী। আগামী ২৮ জুলাই ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে কমিশন জানিয়েছে, ১৮ জুলাই হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। সব মিলিয়ে এদেশের ৪,৮০৯ জন সাংসদ এবং বিধায়কের ভোটাধিকার রয়েছে। ফলাফল বেরোবে ২১ জুলাই।

আরও পড়ুন: পয়গম্বর বিতর্কের আগুন ছড়াল এবার নদিয়ায়

বিশেষজ্ঞদের মতে, বিজেপির নেওয়া আজকের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ‌। ২০১৭-তে শেষবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন রামনাথ কোবিন্দ। বিরোধী দলগুলির অভিযোগ ছিল, কোবিন্দের নাম রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত করার শেষ মুহূর্তে তাঁদের কাছে আলোচনা করতে এসেছিল ভারতীয় জনতা পার্টি। সেই সময় তাঁদের মতামত জানানোর কোনও উপায় ছিল না। তবে এবারে আগে থেকেই অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসবে পদ্ম শিবির।

সূত্র অনুযায়ী, রামনাথ কোবিন্দের পর একজন আদিবাসী মুখকে চাইছে বিজেপি। জানা গিয়েছে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অর্জুন মুন্ডা, জুয়েল ওঁরাও, ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু এবং ছত্তীগড়ের রাজ্যপাল অনসূয়া উইকে। যদিওবা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছেন অ-বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে। পাশাপাশি শরদ পাওয়ারের সঙ্গে রবিবারই সাক্ষাৎ করেছেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং। এক কথায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

You may also like