মহানগর ডেস্ক : দাবি একটাই| স্বচ্ছ নিয়োগ| যোগ্য প্রার্থীদের চাকরির দাবি | আর সেই চাওয়াতেই যত বিপত্তি | আন্দোলনকারীদের দাবিকে পাত্তা না দিয়ে উল্টে তাঁদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠলো | পাশাপাশি বিক্ষোভ দমনে চাকরিপ্রার্থী অরুণিমা পালকে কামড় দেওয়া হয়েছে বলে পুলিশের দিকে অভিযোগের আঙুল | গ্রেফতার করা হয়েছে ওই আক্রান্ত চাকরিপ্রার্থী সহ ৩০ জন বিক্ষোভকারীকে |
সূত্রের খবর চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে | বৃহস্পতিবার আদালতে তোলা হবে তাঁদের | চাকরিপ্রার্থীদের উপর পুলিশের এই মনোভাবের জেরেই তৈরি হয়েছে বিতর্ক |
বুধবার আন্দোলনরত চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান এক্সাইড মোড়ে | বিক্ষোভ দমানোর চেষ্টা করে পুলিশ | নিয়োগ চেয়ে বাসের তলায় শুয়ে পড়তে যান কিছু আন্দোলনকারী | সেখান থেকে তাঁদের সরাতে গেলে রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা | মহিলা – পুরুষ নির্বিশেষে সকলকে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে পুলিশ | টানাটানিতে আহত হন বেশ কিছু আন্দোলনকারী |
বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের একাংশ দৌড়ে গিয়ে কাছেই ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে প্রবল বিক্ষোভ দেখাতে টান। নিয়োগের দাবিতে অভিষেকের সঙ্গে দেখা করতে চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
আগামী ১৪ নভেম্বর নতুন করে টেটে আবেদন করার শেষ দিন। ২০১৭ সালের চাকরিপ্রার্থীদের মতো এখনও কেন তাদের নম্বর জানানো হল না এবং নিয়োগ চেয়ে এদিন বিক্ষোভে নামেন চাকরিপ্রার্থীরা। এর আগেও তারা এবছর নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়ে সরাসরি নিয়োগে দাবি তুলে বিক্ষোভ ধরনায় সামিল হয়েছিলেন।