Home Entertainment Priyanka Chopra : অভিনেতারা করেনটা কী যে এত বাড়াবাড়ি করা হয়! প্রশ্ন প্রিয়াঙ্কার

Priyanka Chopra : অভিনেতারা করেনটা কী যে এত বাড়াবাড়ি করা হয়! প্রশ্ন প্রিয়াঙ্কার

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : দেখে দেখে তো শুধু সংলাপ মুখস্ত করা । সেটা কি এমন বাহাদুরীর কাজ। চিত্রনাট্য যদি প্রাণ না আনে তাহলে অভিনেতারা করেটা কী। আর তাদের নিয়ে এত বাড়াবাড়ি করার প্রয়োজন টাই বা কি। অভিনেতা আসলে কিছুই করেন না।

দিন কয়েক আগে ভারত ভ্রমনে এসেছিলেন বর্তমানে ক্যালিফোর্নিয়া বাসি প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে সংসার পেতেছেন তিনি। এমনকি জন্ম দিয়েছেন মেয়ে মালতী। প্রায় সাড়ে তিন বছর পর ভারতে এসেছেন তিনি। স্বাভাবিকভাবেই ভারতের মানুষদের পেয়েছেন অনেক। তবে তাকে দেখে ভারতীয়দের উচ্ছ্বাস প্রবল। এখানেই আপত্তি তার। তিনি মনে করেন তিনি এমন কিছু করেননি যার জন্য সাধারণ মানুষ তাকে দেবতা ভাবেন। তিনি কেবলমাত্র সাধারণ মানুষের ভিড়ে মিশে কাজ করেছেন। ইউনিসেফ এর গুডউইথ প্রতিনিধি হিসেবে যতটা পেরেছেন সাহায্য করেছেন।

এদিকে নিজে একজন অভিনেত্রী হয়ে অভিনয়কে তুচ্ছ বলেছেন দেখে ক্ষুন্ন নেটিজেনদের একাংশ। তবে প্রিয়াঙ্কার যুক্তিও শক্তিশালী। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,’ আমেরিকার সেরা শিল্পপতিদের সঙ্গে কাজ করছি বলে নয়। যখন বলিউডে ছিলাম তখনও দেখেছি। সেখানকার পরিচালকেরা আমায় শিখিয়েছিলেন ভালো অভিনেত্রী হতে। আমি বুঝেছিলাম এই পদে থেকে আসলে কিছুই করার নেই। আমি আবার বলবো আমরা অভিনেতারা আসলে কিছুই করি না’। একই সঙ্গে বললেন ,’অন্যের লেখা চিত্রনাট্যে তারা কাজ করেন। কোরিওগ্রাফারের তোলানো নাচে তারা নাচেন। অন্যের কথা নিজের ঠোঁটে বসিয়ে বলেন। সেই ভাবেই গান গাই। পোশাক পরে সাজিয়ে গুজিয়ে দেয় অন্যলোক। যেটা আমাদের নিজেদের চেহারা নয়। আমরা কেবলমাত্র বাজারীকরণের অংশ’।

You may also like