মহানগর ডেস্ক : অভিনয় ছাড়াও নিজের কাজের জন্য প্রশংসিত প্রিয়াঙ্কা চোপড়া। তার কথা এবং কাজের ভক্ত অসংখ্য মানুষ। তবে সম্প্রতি দেশী গার্ল আগুন ঝরালেন সোশ্যাল মাধ্যমে। দুবাইয়ের মনোরম বিচে হলুদ সুইমসুটে নায়িকার ছবি মুহূর্তে ভাইরাল।
এই মুহূর্তে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন প্রিয়াঙ্কা। সেখানে প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন অভিনেত্রী। তার রেড কার্পেটে হেঁটে যথেষ্ট প্রশংসাও পেয়েছেন তিনি। তবে আপাতত ছুটির মুডে পিগি চপস। দুবাইতে সমুদ্রের ধারে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। সেখানে হলুদ সুইম স্যুট পড়ে প্রায় জলের উপর শুয়ে ছবি তুলেছেন তিনি।
উল্লেখ্য, সিনেমা জগতে মহিলাদের অবদান বোঝাতে হাজির হয়েছিলেন এই ফিল্ম ফেস্টিভালে। সেখানেও হলুদ কো অর্ডিনেট পোশাকে নজর কেড়েছেন তিনি। গলায় ছিল সরু হীরের নেকলেস। হাতে ছিল হীরের ব্রেসলেট। ৪০ বছর বয়সী অভিনেত্রী এতোটুকু বুঝতে দেয়নি বয়সের মাপকাঠি।
বেশ কিছুদিন আগে ভারতেও এসেছিলেন প্রিয়াঙ্কা। ফারহান আক্তারের পরবর্তী ছবি জী লে যারাতে কাজ করার কথা রয়েছে তার। যেখানে তার সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফকে। আগামী বছর গ্রীষ্মে মুক্তি পাবে এই ছবি।