মহানগর ডেস্ক : প্রায় তিন বছর পর দেশের মাটিতে পা রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া। শিখবর নিজেই জানিয়েছিলেন সোশ্যাল মাধ্যমে নিজের অনুরাগীদেরকে। তবে মুম্বাইতে পা রেখেই মুম্বাই বাসী হয়ে উঠলেন তিনি। স্বাভাবিকভাবে এয়ারপোর্টে পা দিতে তার মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করেছেন পাপ্পারাজিরা। কিন্তু মুম্বাইতে ফিরে কী করলেন তিনি?
তবে জানেন কি দেশীগার্ল মুম্বাই ফিরেই ঘুম কাটাতে সাহায্য নিলেন করণ জোহারের। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই ছবিও। আসলে বিয়ের পর লস এঞ্জেলসে নিক জোনসের সঙ্গে থাকেন প্রিয়াঙ্কা। স্বাভাবিকভাবেই দুই মহাদেশের সময়ের পার্থক্য এতোটাই বেশি যে যখন গোটা মুম্বাই ঘুমিয়ে কাদা তখন বিন্দুমাত্র ঘুম নেই পিগি চপসের চোখে। তাই ঘুম কাটাতে কফি উইথ করণের মশলা দার শো এনজয় করছেন তিনি। আর তার ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।
মুম্বাই ফিরে একেবারে সাদা মাঠা পোশাকে ধরা দিয়েছেন এয়ারপোর্টে। পরনের ডেনিম শার্ট এবং প্যান্টে অভিনেত্রীকে লাগছিল দারুন। সেই ছবি সোশ্যাল মাধ্যমে আসতেই সাদরে গ্রহণ করেছেন তাকে ভারতবাসী। কেউ লিখেছেন ,’অবশেষে দেশের মেয়েদের এসে ফিরলো’। আবার কেউ তার কাজের প্রশংসা করতে ভোলেন নি।