Home Featured Madhyapradesh: নির্বাচনে জয়ের আনন্দে উঠল ‘পাকিস্তান পন্থী স্লোগান’, ভিডিওর তদন্তে পুলিশ

Madhyapradesh: নির্বাচনে জয়ের আনন্দে উঠল ‘পাকিস্তান পন্থী স্লোগান’, ভিডিওর তদন্তে পুলিশ

by Anamika Nandi
Madhyapradesh: নির্বাচনে জয়ের আনন্দে উঠল 'পাকিস্তান পন্থী স্লোগান', ভিডিওর তদন্তে পুলিশ

মহানগর ডেস্ক: শুক্রবার রাতে মধ্যপ্রদেশের (Madhyapradesh) কাটনি জেলার চাকা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এক মহিলার জয়ের আনন্দে ব্যবহার করা হয়েছে ‘পাকিস্তান পন্থী স্লোগান’ (Pro-Pak Slogan)। পুলিশ সূত্রে, ওই গ্রামের একটি গোষ্ঠী শুক্রবার পঞ্চায়েত নির্বাচনের পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানপন্থী স্লোগান দিয়ে একটি ভিডিও আপলোড করে। প্রসঙ্গে সিএসপি বিজয় প্রতাপ সিং বলেছেন, গোটা বিষয়ের তদন্ত শুরু হয়ে গিয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনা শেষ হলে মহিলা প্রার্থী রাহিসা বেগমের জেতার খুশিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান উঠেছে। শচীন পরোহার নেতৃত্বে চাকা গামের বাসিন্দারা ভোট-পরবর্তী ঘটনার ভাইরাল ভিডিও সম্পর্কে বিস্তারে জানিয়েছে পুলিশকে।

আরও পড়ুন: ফিরহাদ, ব্রাত্য-পার্থরা মমতার জুতো পালিশ করে: তথাগত

ভিডিও ভাইরাল হওয়ার পরই গ্রামের বাসিন্দারা কুথলা থানার বাইরে জড়ো হয়েছিল। তাঁরা এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিতে থানার বাইরে বিক্ষোভ দেখায়। প্রসঙ্গে সুরেন্দ্র কুমার নামের একজন সামাজিক কর্মী বলেন, “যারা আমাদের দেশের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাদের জীবিত রাখা হবে না”। পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে অবৈধ ঘোষণা করার, দাবি তোলেন তিনি। এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে তদন্ত জারি রয়েছে।

You may also like