মহানগর ডেস্ক: এ নিয়ে দুবার রাজ-রোষের শিকার হলেন পুলিৎজার পুরস্কার (Pulitzer-Winning Photographer) কাশ্মীরের ফোটো জার্নালিস্ট সানা ইরশাদ মাট্টু। এর আগে বৈধ ভিসা ও টিকিট থাকা সত্ত্বেও প্যারিসে ( Earlier Barred From Boarding Plane) বই প্রকাশ অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বিমান ধরার সময় তাঁকে আটকে দিয়েছিল দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ (Delhi Immigration Department) । এবার সেই একভাবে মার্কিন ভিসা থাকা সত্ত্বেও নিউ ইয়র্কে পুলিৎজার পুরস্কার নিতে যাওয়ার সময় দিল্লি বিমান বন্দরে তাঁকে আটকে দিল ইমিগ্রেশন বিভাগ।
ঘটনার কথা টুইটারে পোস্ট করে তিনি জানিয়েছেন, এবারও তাঁকে কোনও কারণ না দেখিয়ে প্যারিসে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল। কেন তাঁকে আটকে দেওয়া হয়েছে, তার কারণ জানতে বিভিন্ন অফিসারদের সঙ্গে দেখা করেও তার কোনও উত্তর সেভাবে মেলেনি। শুধু বলা হয় তাঁর বিদেশ সফরে মানা রয়েছে। এবারও তাঁকে বৈধ মার্কিন ভিসা, পাসপোর্ট থাকা সত্ত্বেও একইভাবে নিউ ইয়র্কে যেতে বাধা দিয়েছে দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ফোটো জার্নালিস্ট খেদের সঙ্গে জানিয়েছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ জীবনে একবারই আসে। সেই সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে।
তিনি বারবার জানতে চান কেন তাঁকে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু সে ব্যাপারে কোনও উত্তর পাওয়া যায়নি ইমিগ্রেশন বিভাগ থেকে। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে মাট্টুকে নো ফ্লাই জোনের তালিকাভুক্ত করা হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। মোদী সরকারের নানা গাফিলতি যেসব সাংবাদিক তুলে ধরেছেন, তাঁদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকারের এহেন পদক্ষেপের জেরে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে এ বছর গত বছরের একশো বেয়াল্লিশ rank থেকে একশো আশিটি দেশের মধ্যে ভারতের অবস্থান দেড়শোয় নেমে এসেছে। মাট্টু স্বাধীন ফোটো জার্নালিস্ট হিসেবে ২০১৮ সাল থেকে জম্মু-কাশ্মীরে কাজ করে আসছেন। এ বছর তিনি ভারতে কোভিড নিয়ে রয়টারের টিমের হয়ে ফোটো জার্নালিস্ট হিসেবে ছবি তোলার জন্য ফিচার ফোটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার পান।