Home Featured Punjab: জুলাই থেকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবে পঞ্জাববাসী, ঘোষণা হরপাল সিংহ চিমার

Punjab: জুলাই থেকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবে পঞ্জাববাসী, ঘোষণা হরপাল সিংহ চিমার

by Anamika Nandi
Punjab: জুলাই থেকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবে পঞ্জাববাসী, ঘোষণা হরপাল সিংহ চিমার

মহানগর ডেস্ক: পঞ্জাববাসীদের জন্য বড় ঘোষণা করেছে আম আদমি পার্টি (AAP)। সোমবার সরকারের প্রথম বাজেট পেশ করতে গিয়ে পঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিংহ চিমা জানিয়েছেন, কৃষিক্ষেত্রে ১১ হাজার ৫৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খড় পোড়ানোর জন্য বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা। সেইসঙ্গে আগামী পাঁচ বছরে সেরাজ্যে ১৬ মেডিক্যাল কলেজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে পঞ্জাব সরকার (Punjab Government)।

এদিন কোটি টাকার বাজেট পেশ করেছে আপ সরকার। এদিন ২০২৪-এর মধ্যে পাটিয়ালা এবং ফরিদকোটে একটি করে দু’টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল প্রতিষ্ঠিত হবে বলে, জানিয়েছে পঞ্জাব সরকার। সেইসঙ্গে ২০২৭-এর মধ্যে আরও তিনটি হাসপাতাল খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে ১০০ কোটি টাকা ব্যয়ে সরকারি স্কুলগুলিতে ছাদের উপরে সোলার সিস্টেম বসানো হবে। ‘Punjab Sikhya Te Sehat’ তহবিল নামে একটি ট্রাস্ট বছরের সময়কালে স্বাস্থ্য ও শিক্ষা খাতে মূলধন তৈরিতে সহায়তা করবে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত জেলায় সাইবার কন্ট্রোলরুম স্থাপনের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২২-২৩ আর্থিক বছরে পুলিশ মহিলা মিত্তর কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

আরও পড়ুন: অবশেষে কাটল জট, পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল

অপরদিকে পঞ্জাব বিধানসভা নির্বাচনে জয়ের ১ মাস পর প্রতিশ্রুতি মেনে বিনামূল্যে প্রতিমাসে ঘরে ঘরে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা প্রদানের কথা ঘোষণা করেছিলেন ভগবন্ত মান। আজ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১ জুলাই থেকে বিনামূল্যে মিলবে বিদ্যুৎ পরিষেবা। পাশাপাশি পড়ুয়াদের স্কলারশিপের জন্য বরাদ্দ করা হয়েছে ৩০ কোটি টাকা। দেখতে গেলে, পঞ্জাববাসীদের কথা মাথায় রেখেই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী হরপাল সিংহ চিমা।

You may also like