মহানগর ডেস্কঃ এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার পুতিনের বক্তব্যের একটা বড় অংশ জুড়েই উঠে এল মোদীর প্রশংসা তথা ভারতের কথা। তাঁর দাবি মোদীর নেতৃত্বে সমগ্র ভারতের ব্যাপক উন্নতি হয়েছে। পাশাপাশি পুতিন মোদীকে দেশপ্রেমিক বলেও উল্লেখ করেন।
রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আভাস মিলেছে বহুবার। অতীতে একাধিকবার এই দুই দেশ একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার পুতিনের বক্তব্যে সেই সুসম্পর্কের ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। ব্রিটিশ শাসিত উপনিবেশ থেকে শুরু করে ভারত যে জায়গায় পৌঁছেছে, সেই উত্তরণকে সাধুবাদ দিয়েছেন পুতিন। তিনি জানিয়েছেন, যেভাবে ভারত উন্নয়নের পথে এগিয়েছে তা প্রত্যেকের সম্মান ও প্রশংসার দাবি রাখে।
‘মেক ইন ইন্ডিয়া’র প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট বলেন, ওই উদ্যোগ অর্থনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জানান, বিশ্বের মধ্যে বৃহত্তম গণতন্ত্রের দেশ হল ভারত। ভারত – রাশিয়ার সম্পর্কের কথাও উল্লেখ করেন পুতিন। তিনি জানান দশকের পর দশক ধরে দুই দেশের ভাল সম্পর্ক। পাশাপাশি তিনি বলেন, এই দুই দেশের মধ্যে কোনও কঠিন পরিস্থিতি তৈরি হয়নি। দুই দেশই সবসময় একে অপরকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করবে বলে জানান।
পুতিন আরও জানান, মোদী তাঁকে সারের জোগান বাড়াতে অনুরোধ করেছিলেন। সেই মত জোগান বাড়িয়েও দিয়েছেন তিনি। ৭.৬ গুন বেশি সার পাঠানো হচ্ছে বলে দাবি করে পুতিন জানান, কৃষি সংক্রান্ত বাণিজ্য প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। একইসঙ্গে পাশ্চাত্যের দেশগুলি নোংরা রাজনীতি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পুতিন।
আমেরিকা এবং তার বন্ধু দেশগুলির ভূমিকা নিয়েও সরব হয়েছেন পুতিন। তাঁর বক্তব্য রক্তাক্ত খেলায় নেমেছে সব দেশ। একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে প্রত্যেক দেশের উদ্দেশ্য একই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।