Home Featured Python Swallowed Woman : জঙ্গলে ষোলো ফুট পাইথনের পেট চিরে বেরোল নিখোঁজ মহিলার অবিকৃত দেহ

Python Swallowed Woman : জঙ্গলে ষোলো ফুট পাইথনের পেট চিরে বেরোল নিখোঁজ মহিলার অবিকৃত দেহ

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ভয়ঙ্কর ঘটনা (Horrifying Incident)। যে ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায় (Indonesia) । সেখানে রাবারের বাগানে কাজ করতেন জারা নামে এক মহিলা। বাস করতেন জাম্বি প্রদেশে। একদিন রাবারের বাগানে কাজ করতে গিয়ে আর ফেরেননি। তিনি ফিরে না আসায় বাড়ির লোকেরা ভারী চিন্তায় পড়ে যান। পাড়ার লোকেরা তাঁর খোঁজ শুরু করেন। জারার পরিবার থানায় তাঁর নিখোঁজের ডায়রি করে। তবু তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এর একদিন পর জঙ্গলে এলাকার মানুষ তাঁর খোঁজ শুরু করে। খুঁজতে খুঁজতে ষোলো ফুট লম্বা একটি পাইথনকে দেখতে পায়। তার পেটটা বেশ ফোলা ফোলা। তাকে দেখে তাদের মনে সন্দেহ হওয়ায় পাইথনটিকে ধরে ফেলে। তারপর তাকে মেরে তার পেট কাটতে শুরু করে।

পেট কাটার পর দেখা যায় পাইথনের পেটে রয়েছে জারা (Python Swallowed Woman)। বেতারা জাম্বি পুলিশের প্রধান জানান ওই মহিলাকে পাইথনের পেটের মধ্যে পাওয়া গিয়েছে। আশ্চর্য, দেহটি অবিকৃত রয়েছে। তবে ইন্দোনেশিয়ায় পাইথনের পেটে মানুষ পাওয়ার ঘটনা নতুন নয়। ২০১৮ সালে সাত ফুট লম্বা একটি পাইথনের পেটে পাওয়া যায় এক মহিলার দেহ। শুধু ছাগল,হরিণ নয়। সুযোগ পেলে পাইথন মানুষও খেয়ে ফেলে। পাইথনের এমন কাণ্ড আফ্রিকাতেও জানা গিয়েছে। কারো কারো ধারণা পাইথন নিঃশ্বাসে তার শিকারকে উদরস্থ করে। তবে এই ধারণা কতটা সত্যি তা জানা যায়নি। এমনকী এই ইন্দোনেশিয়ায় বাড়িতে পোষা পাইথনের অদ্ভুত আচরণের কথাও জানা গিয়েছে। যেমন একবার তার মালকিনকেও খাবার চেষ্টা করেছিল পাইথন। এক সর্প বিশেষজ্ঞের পরামর্শে মালকিন সচেতন হওয়ায় শেষপর্যন্ত তার ইচ্ছে পূরণ হয়নি।

You may also like