Home International QATAR FOOTBALL WORLD CUP : ব্রাজিল ম্যাচ চলাকালীন কাতার স্টেডিয়ামে নিভলো আলো, ফিরে এল যুবভারতীর স্মৃতি

QATAR FOOTBALL WORLD CUP : ব্রাজিল ম্যাচ চলাকালীন কাতার স্টেডিয়ামে নিভলো আলো, ফিরে এল যুবভারতীর স্মৃতি

by Arpita Sardar
qatar world cup, brazil, switzerland, power cut in stadium

মহানগর ডেস্কঃ সপ্তাহের প্রথম দিনই নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সুইটজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। কাতারের রাস আবু আবদ স্টেডিয়ামে চলছিল খেলা। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পেলেও সেটি রক্ষা করতে না পারায় আশা ভঙ্গ হয়েছে ব্রাজিলের। আর এরই মাঝে কাতারের স্টেডিয়ামটিতে ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ঘটে যায় বিপত্তি। ৪৪ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের জন্য গোটা স্টেডিয়াম জুড়ে আলো নিবু নিবু হয়ে আসে। অবশ্য কয়েক সেকেন্ডের জন্যই এই অবস্থা স্থায়ী হয়। কয়েক মুহূর্তের মধ্যেই আলোর অবস্থা স্বাভাবিক হয়ে ওঠে। এরপরেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রথমার্ধ। যদিও কেন এমন হয়েছিল তা জানা যায়নি এখনও।

মাস দুয়েক আগে ১০ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগান এবং চেন্নাই এফসি-র মধ্যে আইএসএলের খেলা চলছিল। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের জন্য মাঠের সমস্ত আলো নিভে যায়। রাজ্য তথা যুবভারতীর ঐতিহ্যে এই ঘটনা একটা কালো দাগ হয়ে থাকবে। আয়োজকদের ব্যর্থতার কারণেই মাঠের আলো নিভেছিল বলে প্রশ্নও উঠেছিল। আর সেই ঘটনারই পুনরাবৃত্তি হল কাতার স্টেডিয়ামে।

এদিন ব্রাজিল নিজেদের ছন্দময় ফুটবল খেলতে ব্যর্থ হয়েছে সুইজারল্যান্ডের ফুটবল স্ট্র্যাটেজির কারণে। লো ব্লক রেখে ব্রাজিলের মাঝ মাঠে কোনওরকম কানেকশন তৈরি হতে দেয়নি তারা। পাশাপাশি এদিন নেইমার না থাকায় ব্রাজিলের মিডফিল্ডও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরওয়ার্ডদের জন্য যথেষ্ট যোগ্য সুযোগ করে দেওয়া হয়নি।

You may also like