Home Featured Ragging : রাগিংয়ের নামে মেডিকেল পড়ুয়াকে অর্ধনগ্ন করে গোপনাঙ্গে আঘাত, সাসপেন্ড সাত ছাত্র!

Ragging : রাগিংয়ের নামে মেডিকেল পড়ুয়াকে অর্ধনগ্ন করে গোপনাঙ্গে আঘাত, সাসপেন্ড সাত ছাত্র!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: অমানবিক বললেও কম বলা হবে। বলা যেতে পারে নৃশংস,বর্বর। তামিলনাডুর (Tamil Nadu) ভেলোরে ক্রিশ্চান মেডিকেল কলেজে রাগিংয়ের (Ragging In Christian Medical College_) নৃশংস ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ওই মেডিকেল কলেজে অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর অভিযুক্ত সিনিয়র আট ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে ওই ছাত্রকে জোর করে অন্তর্বাস খুলতে বাধ্য করা হচ্ছে। তারপর তার পুরুষাঙ্গে আঘাত করা হচ্ছে। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ার ইউজাররা দাবি করেছেন ওই ছাত্রকে যৌন হেনস্থার ভিডিও তামিলনাডুর ক্রিশ্চিয়ান মেডেকেল কলেজেরই।

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে জোর করে ছাত্রটির আন্ডারপ্যান্ট খুলে ফেলা হচ্ছে। তারপর বাকিরাও আন্ডারপ্যান্ট পরে জোর করে তাকে ঠেলতে ঠেলতে লনে নিয়ে যাচ্ছে। ঠেলতে ঠেলতে লনে নিয়ে গিয়ে অর্ধনগ্ন ছাত্রকে জল দিয়ে স্প্রে করছে তারা। দুজন ছাত্রকে অশালীনভাবে ভাবে ছড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছে। ভাইরাল ভিডিও পোস্ট হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাকিদের এদিক থেকে ওদিকে দৌড়তে দেখা গিয়েছে ভিডিওয়। অল্পসময়ের ভিডিওয় দেখা যায় একজন আরেক জনের গোপনাঙ্গে আঘাত করছে। ভিজিওয় টেক্সট মেসেজে লেখা- সিনিয়ার ছাত্ররা জুনিয়র ছাত্রদের রাগিংয়ের নামে অশালীন আচরণ করছে। এই ভাইরাল হওয়া ভিডিওর পর ওই মেডিকেল কলেজের সাতজন সিনিয়র ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশও। ভিডিওটি ভুয়ো না সত্যি,তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

You may also like