মহানগর ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) আজ সোমবার ফের ইডির দফতরে হাজির হবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই নিয়ে চারবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি। গত শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও, মা সনিয়া গান্ধীর অসুস্থতার কারণ দেখিয়ে কিছু সময় চেয়েছিলেন কংগ্রেস সাংসদ। এদিকে তাঁকে ইডির জেরা নিয়ে প্রতিবাদে নেমেছে হাত শিবিরের নেতা-কর্মীরা। এদিনও তাঁরা ধর্নায় বসতে পারেন বলে জানা গিয়েছে।
সূত্র অনুযায়ী, হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের হিসাব চাইতে বারবার তাঁকে তলব করছে ইডি। এর আগের দফার জিজ্ঞাসাবাদে কিছু নথিপত্র দেখানো হয়েছে তাঁকে। আধিকারিকদের ধারণা, তাঁদের প্রশ্নের ভেবেচিন্তে জবাব দিচ্ছেন সনিয়া পুত্র। গত সপ্তাহে সোম, মঙ্গল ও বুধ পরপর ইডির দফতরে হাজিরা দিয়েছেন কংগ্রেস সাংসদ। তিন দিনে প্রায় ৩০ ঘণ্টার কাছাকাছি জেরা করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: “করণ জোহরের কাছ থেকে পাঁচ কোটি টাকা তোলা আদায় করতে চেয়েছিল লরেন্স বিশনয়ের গ্যাং”
এরপর শুক্রবার তাঁকে ডাকা হলে, মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে কিছুটা সময় চেয়ে নেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সনিয়া গান্ধী। করোনা সংক্রান্ত সমস্যা নিয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এদিকে ছেলে রাহুল গান্ধীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ইডি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ টুইট করে লেখেন, ‘আজ সারা দেশজুড়ে লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী যুব-বিরোধী অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে এবং নেতা শ্রী রাহুল গান্ধীকে লক্ষ্য করে মোদি সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবে। কংগ্রেসের একটি প্রতিনিধিদল সন্ধ্যায় মাননীয় রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবে’।
জানা গিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময়, কংগ্রেস নেতারা দলীয় সদর দফতরে পুলিশ কর্মীদের প্রবেশের বিষয়ে একটি স্মারকলিপি জমা দেবেন। দলের নেতা-কর্মীদের মতে, রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে সনিয়া ও রাহুলের বিরুদ্ধে। গতকাল সংসদে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আহত হয়েছেন অনেকেই। তাই এবার দলীয় সূত্রে জানা গিয়েছে, ইডির দফতরের বাইরে নয়, দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করবেন তাঁরা। তাঁদের দাবি, রাহুল গান্ধীকে বারবার জেরার জন্য ডেকে হেনস্থা করা হচ্ছে। সেইসঙ্গে অগ্নিপথ প্রকল্পে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন নেতা-কর্মীরা।