Home Featured RAHUL GANDHI AND POOJA BHATT: ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সামিল অভিনেত্রী পূজা ভাট

RAHUL GANDHI AND POOJA BHATT: ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সামিল অভিনেত্রী পূজা ভাট

by Arpita Sardar
rahul gandhi, pooja bhatt, bharat joro yatra

মহানগর ডেস্কঃ কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক হয়ে এই মুহূর্তে তেলেঙ্গানায় রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। দলের কর্মসূচিকে বর্ণময় করে তুলতে কংগ্রেস কর্মীরা নানারকম সাজে হাজির হচ্ছেন তাঁরা। চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। এবার হায়দ্রাবাদে রাহুলের সঙ্গে পদযাত্রায় সামিল হলেন বলিউড অভিনেত্রী এবং পরিচালক পূজা ভাট। কংগ্রেসের কর্মসূচিকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বেশ কয়েক কিলোমিটার রাস্তা হাঁটলেন তিনি।

এদিন পূজা ভাট নিজের টুইটারে লেখেন, নির্দিষ্টভাবে বললে তিনি সাড়ে দশ কিলোমিটারের সংক্ষিপ্ত পদযাত্রায় অংশ নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পূজা ভাটের এই ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণের প্রশংসা করেন মডেল এবং অভিনেত্রী গহর খান। তিনি জানিয়েছেন, শেষ পর্যন্ত বলিউডের কেউ সাহস দেখাল। শুধু এটাই নয়। এর আগেও বিভিন্ন সামাজিক বিষয়ে খোলাখুলি নিজের মত প্রকাশ করতে দেখা গিয়েছে পূজা ভাটকে। দক্ষিণের একাধিক রাজ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে রাহুল গান্ধীর এই কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে।

এই কর্মসূচিতে সামিল হয়ে হাত শিবিরের সমর্থকদের সঙ্গেও জন সংযোগ করতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে। অনদিকে তিনি নিজে কংগ্রেস কর্মীদের সঙ্গে কথাও বলেন।

এর আগে মঙ্গলবার রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচিতে সামিল হন রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা। বিদ্বেষ বঞ্চনার অভিযোগ তুলে আত্মহত্যা করেছিলেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত।

You may also like