Home Featured Rahul Gandhi: বোন প্রিয়াঙ্কার সঙ্গে ইডির দফতরে রাহুল, উত্তাল রাজধানী

Rahul Gandhi: বোন প্রিয়াঙ্কার সঙ্গে ইডির দফতরে রাহুল, উত্তাল রাজধানী

by Anamika Nandi
Rahul Gandhi: বোন প্রিয়াঙ্কার সঙ্গে ইডির দফতরে রাহুল, উত্তাল রাজধানী

মহানগর ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির (Enforcement Directorate) দফতরে হাজির হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সকাল সাড়ে ১০টা নাগাদ কংগ্রেসের সদর দফতর থেকে ইডির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi Vadra)। বেআইনি আর্থিক লেনদেনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে কংগ্রেসের (Congress) শীর্ষ নেতৃত্বদের। আজ রাহুল গান্ধীর হাজিরার দিন।

এদিন সকাল থেকেই দেশজুড়ে ধর্না-মিছিলের আয়োজন করেছে হাত শিবির। পুলিশের পক্ষ থেকে তাঁর অনুমতি না মিললেও, সাতসকালে গান্ধী বাড়ির সামনে ভিড় জমে কংগ্রেস সমর্থকদের। জানা গিয়েছে, এই মর্মে আটক করা হয়েছে বেশ কয়েকজন কংগ্রেস সমর্থকদের। এমনকি পরিস্থিতি শান্ত রাখতে আকবর রোডে কংগ্রেসের সদর দফতর থেকে ইডি অফিস পর্যন্ত রাস্তা সিল করে দিয়েছে পুলিশ। কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে সেখানে। সূত্র অনুযায়ী, ওই এলাকায় জারি করা হয়েছে চারস্তরীয় নিরাপত্তা। যার দরুন প্রবল যানজট তৈরি হয়েছে। সোমবার পায়ে হেঁটে সদর দফতর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছেছেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: নদিয়ায় ট্রেন ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২৯ জন

সোমবার সকাল থেকেই একে একে কংগ্রেস নেতারা হাজির হতে থাকেন দলের সদর দফতরে। অধীর চৌধুরী, রণদীপ সুরজেওয়ালা, কার্তি চিদম্বরম সহ উপস্থিত হন আরও নেতারা। মূলত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের ইডির তলবের বিরুদ্ধে একতা প্রদর্শন করেছেন নেতারা। জানা গিয়েছে, দিল্লিতে আটক করা হয়েছে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেলকে। সূত্র অনুযায়ী, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সহ রাজস্থানের মুখ্যমন্ত্রীকেও আটক করেছে দিল্লি পুলিশ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কে বেণুগোপাল, প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত সহ অন্যান্য কংগ্রেস নেতারা। তাঁদের এক প্রকার টেনে হিঁচড়ে বাসে তোলে পুলিশ। বেশ কয়েকজন নেতার পোশাক পর্যন্ত ছিঁড়ে যায়। প্রসঙ্গত, ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ নামের একটি সংস্থা ২০১১-তে ন্যাশনাল হেরাল্ড, কোয়াম-ই-আওয়াজ এবং নবজীবন নামের তিনটি সংবাদপত্র ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের’ কাছ থেকে অধিগ্রহণ করেছিল।

অভিযোগ ওঠে, ওই অধিগ্রহণ নিয়ম মেনে করা হয়নি। ৫০ লক্ষ টাকার বিনিময়ে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গিয়েছিলেন গ্র্যান্ড ওল্ড পার্টির শীর্ষ নেতৃত্বরা। যার পর তদন্ত শুরু করে ইডি। এবার সেই মামলায় হাজিরা দিতে বলা হয়েছে সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে। যাকে ঘিরে উত্তাল রাজধানী।

You may also like