Home Featured Rahul Gandhi : মহারাষ্ট্রে রাহুলের ভারত জোড়ো যাত্রায় বন্দে মাতরমের বদলে বাজল নেপালের জাতীয় সঙ্গীত, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Rahul Gandhi : মহারাষ্ট্রে রাহুলের ভারত জোড়ো যাত্রায় বন্দে মাতরমের বদলে বাজল নেপালের জাতীয় সঙ্গীত, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: মঞ্চে মাইক হাতে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মাইকের কাছে মুখ নিয়ে বলে উঠলেন ভারতের জাতীয় সঙ্গীত (National Song) বাজানোর জন্য। তারপর মাইকে বেজে উঠল অন্য একটি গান। সেটি নেপালের জাতীয় সঙ্গীত (National Song Of Nepal)। যা শুনে চোখ বড় বড় হয়ে উঠল কংগ্রেস সাংসদের। শুরু হল গুঞ্জন। একজন স্লোগান দিলেন ভারত মাতা কি জয় বলে। সবমিলিয়ে ভারত জোড়ো যাত্রায় মহারাষ্ট্র সফরে রীতিমতো অপ্রস্তুত রাহুল ও কংগ্রেসের নেতারা। আর তারপরই আক্রমণ শানাতে মাঠে নেমে পড়েছে বিজেপি-সহ অন্যান্য দলগুলি। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে রাহুল মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতে মাইক। মাইক নিয়ে তিনি বলছেন জাতীয় সঙ্গীত বাজানোর জন্য। কিন্তু তারপর যেটা বাজানো হল সেটা ভারতের জাতীয় সঙ্গীত নয়। অন্যভাষায় অন্য একটি গান বাজতে শুরু করল।

যা শুনে দৃশ্যত অপ্রস্তুত কংগ্রেস সাংসদ অন্যান্য নেতাদের দিকে তাকিয়ে গান বাজানো বন্ধ করার নির্দেশ দিলেন। ভাইরাল ভিডিও পোস্ট করা হয়েছে টুইটারে। তাতে জানানো হয়েছে মঞ্চে বাজানো হয়েছে ভারতের জাতীয় সঙ্গীতের বদলে নেপালির জাতীয় সঙ্গীত। সঙ্গেসঙ্গে রাহুলের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় বাজতে থাকা নেপালের জাতীয় সঙ্গীত। অপ্রস্তুত রাহুল যিনি গান বাজাচ্ছিলেন, তাঁকে ভারতের জাতীয় সঙ্গীত বাজাতে বলেন। এদিকে ভারত জোড়ো যাত্রায় জাতীয় সঙ্গীতের বদলে অন্য গান বাজানোয় রাহুলকে নিশানা করে বিজেপির জাতীয় সম্পাদক। টুইটারে ওই গান পোস্ট করে লেখেন ভারতকে ঐক্যবদ্ধ করতে এটাই কী সেই গান। তামিলনাডুর বিজেপি নেতা অমরপ্রসাদ রেড্ডি টুইটারে গানটি পোস্ট করে লেখেন, রাহুল গান্ধী এটা কী? প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রীয় রাহুলকে দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যে পদযাত্রার মাঝখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে। এমনকী স্থানীয়দের সঙ্গে নাচও করতে। এই পদযাত্রা শুরু হয়েছিল সাত সেপ্টম্বরে। তামিলনাডুর কন্যাকুমারিকা থেকে শুরু হওয়া পদযাত্রা বারোটি রাজ্য সফরের অঙ্গ হিসেবে নভেম্বরের কুড়ি তারিখে মধ্যপ্রদেশে ঢুকবে।

You may also like