Home Featured Death Threat To Rahul Gandhi: মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রা, রাহুল গান্ধীকে বোমা মেরে খুনের হুমকি চিঠি!

Death Threat To Rahul Gandhi: মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রা, রাহুল গান্ধীকে বোমা মেরে খুনের হুমকি চিঠি!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রা ঢুকলে খুন করা হবে ( Death Threat To Rahul Gandhi) রাহুল গান্ধীকে! বিজেপি শাসিত রাজ্যে পদযাত্রা প্রবেশের আগে এমন হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। হুমকিতে স্পষ্ট লেখা, যখনই তিনি ইন্দোরে পা রাখবেন, তখনই বোম মেরে (Will Be Blown) তাঁকে উড়িয়ে দেওয়া হবে। ইন্দোরের জুনি থানার অধীনে একটি মিষ্টির দোকানের সামনে হুমকি চিঠিটি কেউ রেখে গিয়েছে। এরপরই পুলিশ ওই এলাকার সিসিটিভি খতিয়ে দেখতে শুরু করেছে এবং যে ব্যক্তি চিঠিটি রেখে গিয়েছে তার খোঁজ চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে ভারতীয় দণ্ডবিধির অধীনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযুক্তের বিরুদ্ধে এনএসএ-র অধীনেও মামলা হতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গতকাল বীর সাভারকার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার একদিন পরেই তাঁকে খুনের হুমকি চিঠি দেওয়া হল। রাহুল গান্ধী বলেন সাভারকার ব্রিটিশদের সাহায্য করেছিলেন। নিজেকে বাঁচানোর জন্য মার্সি তিনি পিটিশন করেছিলেন। কংগ্রেস সাংসদের এহেন মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে যায়। প্রতিবাদ শুরু হয়। রাহুল সাভারকারের ক্ষমা ভিক্ষার চিঠির কপি দেখিয়ে কংগ্রেস সাংসদ বলেন, সাভারকর লিখেছিলেন স্যর আমি আপনার বাধ্য চাকর। রাহুল প্রশ্ন করেন তিনি যখন চিঠিতে সই করেছিলেন, তার কারণ কী ছিল? ভয়েই তিনি ওই চিঠি লিখেছিলেন। সাভারকর ব্রিটিশদের ভয় পেতেন।

এই মন্তব্যের পর মুম্বইয়ে সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন সাভারকরের নাতি। অন্যদিকে শিবসেনার একাংশের নেতা উদ্ধব ঠাকরে জানান তিনি বীর সাভারকরকে গভীর শ্রদ্ধা করেন এবং রাহুলের মন্তব্যের সঙ্গে তিনি একমত নন। এদিকে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী মহারাষ্ট্রের বুলধানা জেলার শেগাওনে রাহুলের ভারত জোড়ো যাত্রায় যোগ দেন। মহারাষ্ট্রে ভারত জোড়োর এটিই শেষপর্ব। আগামী কুড়ি তারিখে মধ্যপ্রদেশে প্রবেশ করবে পদযাত্রা। অন্যদিকে ভিডি সাভারকরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে থানের পুলিশ। একনাথ শিন্ডে গোষ্ঠীর এক পদাধিকারী বন্দনা ডোংরের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।

You may also like