Home Featured Rahul Gandhi Targets Modi : ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন মোদী, বিলকিস বানো গণধর্ষণ মামলা নিয়ে আক্রমণ রাহুলের

Rahul Gandhi Targets Modi : ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন মোদী, বিলকিস বানো গণধর্ষণ মামলা নিয়ে আক্রমণ রাহুলের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: বিলকিস বানো মামলায় ( Bilkis Bano Gang Rape Case) সাজাপ্রাপ্তদের মুক্তি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনে, শীর্ষ আদালতে গুজরাত সরকার (Gujarat Government) হলফনামায় এমন কথা জানানোর পরই মোদীকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi Targets Modi) । সাফ জানালেন, মহিলাদের সুরক্ষার ব্যাপারে মোদীর কথায় ও কাজে বিস্তর ফারাক। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে রাহুল নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন লালকেল্লা থেকে মহিলাদের শ্রদ্ধা জানানো হলে বাস্তবে তিনি ধর্ষকদের পাশেই দাঁড়িয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং ইচ্ছের মধ্যে পরিষ্কার ফারাক রয়েছে। মহিলাদের প্রতারণা করেছেন নরেন্দ্র মোদী। বিলকিস বানো গণধর্ষণ ও তাঁর পরিবারে সাতজনকে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এগারোজনকে গুজরাত সরকারের রেমিশন নীতির অধীনে তাদের মুক্তি দেওয়া হয়। এই মুক্তির ব্যাপারে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। এরপরই তোলপাড় হয়ে ওঠে দেশের রাজনীতি। বিরোধীরা এই ঘটনায় গুজরাতের বিজেপি সরকার এবং কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে ওঠে নিন্দায়। এ বছরের স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তিতে বিলকিস বানো গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এগারোজনকে মুক্তি দেয় গুজরাত সরকার।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান সিপিএমের সুভাষিনী আলি, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং আরও একজন। সেই মামলার শুনানিতে গতকাল হলফনামায় গুজরাত সরকার জানায় ওই এগারোজনকে মুক্তির ব্যাপারে কেন্দ্রীয় সরকারের লিখিত অনুমোদন ছিল। তারপরই প্রতিবাদে সরব হয়ে ওঠে বিরোধীরা। তারই প্রেক্ষিতে মহিলাদের সুরক্ষার প্রশ্নে মোদীকে কাঠগড়ায় দাঁড় করালেন রাহুল গান্ধী।

You may also like