মহানগর ডেস্ক: দলের গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার কংগ্রেসের (Congress) বৈঠক রয়েছে। আলোচনা হবে বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু হাত শিবিরের এই বৈঠকে অংশ নিচ্ছেন না প্রাক্তন সভাপতি। যাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
তবে এটা প্রথম নয়। দলের যে কোনও গুরুত্বপূর্ণ মুহূর্তে সেভাবে দেখা মেলে না রাহুলের। এইরকমই বিদেশ যাত্রা করে থাকেন তিনি। গত বছরের ডিসেম্বরে তাঁর বিদেশ ভ্রমণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর সহ পাঁচ রাজ্যে নির্বাচনের আগে প্রচারকার্জ দেরিতে শুরু করেছিলেন তিনি। কারণ দেশে ছিলেন না ওয়ানাড়ের সাংসদ। বিশেষজ্ঞদের ধারণা, নির্বাচনের আগে প্রচারকার্য দেরিতে শুরু করার কারণেই ভালো ফল করতে পারেনি হাত শিবির।
আরও পড়ুন: ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’, প্রশাসনিক কাজ সামলে ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী
নির্বাচনে ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। সদ্য গোয়ায় দলের মধ্যেকার ফাটল আটকানো গিয়েছে। বৃহস্পতিবার বৈঠকে সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই বৈঠকে দেখা যাবে না রাহুল গান্ধীকে। জানা গিয়েছে, আগামী রবিবার দেশে আসছেন তিনি। ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর এক প্রকার নিঃশেষ হতে বসেছিল কংগ্রেস। যার পর সমস্ত ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে দলীয় সভাপতির পদ ছাড়েন রাহুল গান্ধী। এখন অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন মা সনিয়া গান্ধী।
কিন্তু এবার নতুন সভাপতি বেছে নিতে চাইছে দল। অন্যদিকে রাজস্থানের উদয়পুরে আয়োজিত চিন্তন শিবিরের শেষ দিনই “ভারত জোড়ো যাত্রার” ঘোষণা করেছিল কংগ্রেস। ১৯৪২-এ ভারত ছাড়ো আন্দোলন করেছিল এই দল। সেই কথাকে মাথায় রেখে ২০২২-এ কংগ্রেস শুরু করবে “ভারত জোড়ো যাত্রা”। জানা গিয়েছে, এই যাত্রার মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য রয়েছে গ্র্যান্ড ওল্ড পার্টির। আর তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হওয়ারও কথা রয়েছে। যেখানে রাহুল গান্ধীর উপস্থিতি প্রয়োজন। কিন্তু বৈঠকে তাঁর অনুপস্থিতি নতুন করে বিতর্ক তৈরি করেছে। যদিওবা এই বিষয়ে দলের তরফ থেকে সরাসরি কিছু জানানো হয়নি।