Home Featured Rahul Gandhi: ‘অসংসদীয় শব্দের ব্যবহারে’ নতুন সংজ্ঞা রাহুলের, খোঁচা প্রধানমন্ত্রীকে

Rahul Gandhi: ‘অসংসদীয় শব্দের ব্যবহারে’ নতুন সংজ্ঞা রাহুলের, খোঁচা প্রধানমন্ত্রীকে

by Anamika Nandi
Rahul Gandhi: 'অসংসদীয় শব্দের ব্যবহারে' নতুন সংজ্ঞা রাহুলের, খোঁচা প্রধানমন্ত্রীকে

মহানগর ডেস্ক: বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ‘অসংসদীয় শব্দের’ প্রয়োগ প্রসঙ্গে নিজের ব্যাখ্যা দিয়েছেন। সংসদের জন্য অযোগ্য বলে বিবেচিত শব্দের তালিকা নিয়ে বিরোধী আইন প্রণেতাদের প্রতিবাদের মধ্যে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন মিস্টার গান্ধী। টুইটে তিনি লিখেছেন, আলোচনা এবং বিতর্কে যে অসংসদীয় শব্দের ব্যবহারের কথা বলেছেন প্রধানমন্ত্রীর সরকার, তাতে একপ্রকার কথা বলাই নিষিদ্ধ বলে মনে হচ্ছে।

প্রসঙ্গে একটি অসংসদীয় বাক্যের উদাহরণ দিয়েছেন তিনি। টুইটে ছবি শেয়ার করে লিখেছেন, ‘জুমলাজীবী তানাশাহ কুমিরের অশ্রু ফেলেছিলেন যখন তার মিথ্যা এবং অযোগ্যতা প্রকাশ পেয়েছিল’। এদিন কংগ্রেস নেতার ব্যবহৃত বাক্যে সেই সমস্ত শব্দ ছিল যা, আলোচনা বা বিতর্কে অযোগ্য বলে ব্যাখ্যা দিয়েছে কেন্দ্রের শাসক দল। ক্যাপশনে লিখেছেন, “নয়া ভারতের নতুন ডিকশনারি”। সেইসঙ্গে চলতি সংসদের বাদল অধিবেশনে গত বুধবার একাধিক শব্দকে ‘অসংসদীয়’ বলে ঘোষণা করা হয়েছে। আর তাতেই সুর চড়িয়েছেন বিরোধীরা। জানা গিয়েছে, সংসদে ব্যবহার করা যাবে না, অ্যাসেমড, অ্যাবিউজড, ব্রিটেইড, করাপ্ট, গিরগিটি, কুমিরের কান্না, গুণ্ডা, অপমান, অসত্য, অহঙ্কার, দুর্নীতি, কালো দিন, কালোবাজারি, হিপোক্রেসির মতো শব্দ।

একইসঙ্গে নৈরাজ্যবীদ, শকুনি, স্বৈরাচারী, তানাশাহ, তানাশাহী, জয়চাঁদ, খলিস্তানী -র মতো শব্দ বাদ দেওয়া হয়েছে। প্রসঙ্গে মহুয়া মৈত্র বলেছেন, কেন্দ্রীয় বিজেপি সরকার যে শব্দগুলিকে ‘অসংসদীয়’ বলে বর্ণনা করেছেন সেগুলি সবই বিরোধীদের তরফ থেকে বিজেপি সরকারকে কটাক্ষ করতে ব্যবহৃত হত। এমনকি তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেছেন কেন্দ্রের শাসক দলকে। গত লোকসভায় একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কিছু শব্দ আলোচনা বা বিতর্কে ব্যবহার করা যাবে না।

You may also like