Home Entertainment Rahul-Priyanka: ছেলে সহজের জন্যই কি সম্পর্কে নতুন সমীকরণ! এক ফ্রেমে রাহুল-প্রিয়াঙ্কা

Rahul-Priyanka: ছেলে সহজের জন্যই কি সম্পর্কে নতুন সমীকরণ! এক ফ্রেমে রাহুল-প্রিয়াঙ্কা

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : একপাশে বাবা অন্যপাশে মা মাঝে হাসি মুখে বসে সহজ। শুধু তাই নয় নজর কাড়লো বাবা-মায়ের জামা। দুজনেই যেন রংমিলান্তি। কালো টি-শার্টে সেজেছেন রাহুল প্রিয়াঙ্কা। কিছুদিন ধরে সোশ্যাল মাধ্যমেই একটি ছবি ঘুরেফিরে বেড়াচ্ছে। আর যত বেশি ঘটছে ততবেশি জল্পনা বাড়ছে। তাহলে কি ছেলের জন্যই সম্পর্কের সমীকরণে বদল? কাছাকাছি আসছেন এই তারকা জুটি?

তবে এই রাতে গা ভাসাতে নারাজ রাহুল। জানিয়েছেন, তার তরফ থেকে এমন কোন বার্তা যায়নি। এবং এই বিষয় নিয়ে কথা বলার মতো পরিস্থিতিতে নেই তিনি। তাই সারাদিন চর্চা করার মত সময় নেই তার মূলত অভিনয়তেই মন দিতে চান রাহুল।

তবে এটাই যে প্রথম এমনটা নয়। এর আগেও রাহুল-প্রিয়াঙ্কা কে দেখা গিয়েছে ছেলের সঙ্গে প্রেম বন্দী হতে। নিজের প্রথম ছবি কলকাতা ৯৬-তে নিজের ছেলেকে কাস্ট করার ভাবনা এসেছিল রাহুলের। তখনো একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। মঙ্গলবার তিনজনের ছবি একসঙ্গে পোস্ট করায় রাহুল লেখেন ত্রয়ী। আর তারপর থেকেই জল্পনা যেন আরো বেশী উস্কে গিয়েছে।

তবে এই নিয়ে কোনো রকম কথা বলতেই নারাজ অভিনেতা-অভিনেত্রী। আপাতত রাহুল ব্যস্ত ধারাবাহিক লালকুঠি শুটিংয়ে। অন্যদিকে প্রিয়াঙ্কা সদ্য ফিরেছেন রামপুরহাট থেকে অঙ্কুশের সঙ্গে নতুন ছবির শুটিং সেরে।

You may also like