মহানগর ডেস্ক: রাজ্যের রাজনীতিতে এ যেন এক নতুন ট্রেন্ড। কথায় কথায় দলের নেতাদের বিভিন্ন মহাপুরুষের সঙ্গে তুলনা করে দিচ্ছেন দলীয় কর্মীরা। আর তা নিয়ে বিতর্কের অন্ত নেই।
বিজেপি নেতা রাহুল সিনহা এবার জড়ালেন এমনই বিতর্কে। রবিবার বিজেপি নেতা রাহুল সিনহা দাবি করেন, স্বামী বিবেকানন্দ ফিরে এসেছেন মোদী রূপে। তিনি বলেন, মোদিজি যেভাবে মানুষের জন্য ভাবেন, কাজও করেন তা দেখেই বোঝা যায় যে স্বামীজির পুনর্জন্ম হয়েছে মোদী রূপে। তাঁর এই মন্তব্যের পরেই রাজ্যের রাজনীতি মহলে শুরু হয়েছে প্রবল বিতর্ক। রাহুল সিনহার এই মন্তব্যের পরিপরেক্ষিতে তৃণমূলের কটাক্ষ, স্বামী বিবেকানন্দ বেঁচে থাকলে মুখ লুকোনোর জায়গা পেতেন না।
রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায় জানান, ‘একজন সর্বত্যাগী সন্ন্যাসীর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করে রাহুল সিনহা নিজের অজ্ঞতা এবং মূর্খতার পরিচয় দিয়েছেন। ওঁ স্বামী বিবেকানন্দ সম্পর্কে বিশেষ কিছু জানেন বলে আমি মনে করি না। পাশাপাশি নরেন্দ্র মোদী সম্পর্কেও কতটা কী জানেন তা নিয়েও সংশয় আছে। যদি জানতেন তাহলে স্বামী বিবেকানন্দের সঙ্গে মোদীজির তুলনা করতেন না’। ভাস্কর সিনহা রায় আরও জানান, এমন মন্তব্য করে রাহুল সিনহা দু’জন ব্যক্তিকেই অসম্মানিত করেছেন।
কিছুদিন আগেই বাগদার দলবদলু বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমনির মত কাজও করছেন। তাই তাঁর মত করেই তিনি মানুষের মনে করে নিয়েছেন জায়গা। আগামী ১০০ বছর সকলে মুখ্যমন্ত্রীকে মনে রাখবেন। সেই সময়তেও বিজেপিরা তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতা দেবদাস মণ্ডল তার পরিপ্রেক্ষিতে জানান, বিশ্বজিৎ কুন্ডু লাস্ট বেঞ্চে রয়েছেন। সামনের দিকে যাওয়ার জন্য এসব কথা বলছে। ওঁর আরও পড়াশুনা করেছেন বলে দাবি করেন তিনি।
এই ঘটনার কিছুদিন পরেই নির্মল মাঝি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার অবতার বলে বর্ণনা করায় কটাক্ষের শিকার হতে হয়েছিল। আর এবার এমন বেফাঁস মন্তব্য করে কটাক্ষের শিকার বিজেপি নেতা রাহুল সিনহা।