মহানগর ডেস্ক: আরএসএসে সীতার কোনও জায়গা নেই (Rahul Slams RSS)। ওরা কখনও জয়সিয়া রাম বা জয় সীতারাম বলে স্লোগান দেয় না। কারণ ওদের সংগঠনে একজনও মহিলা নেই। ওরা সীতাকে ছুড়ে ফেলে দিয়েছে (They Threw Sita)। মধ্যপ্রদেশে ভারত জোড়ো যাত্রা চলাকালীন এক সমাবেশে আরএসএসকে নারী বিদ্বেষি আখ্যা দিয়ে ঠিক এই ভাষাতেই সঙ্ঘপরিবারকে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, ওদের কোনও সভায় সীতা আসতে পারবেন না। এটা মোটেই স্বস্তিকর ব্যাপার নয়। সীতাকে সঙ্ঘ পরিবার ছুড়ে ফেলে দিয়েছে। তিনি বলেন, এখানে এক পণ্ডিত এসে তাঁকে বলেছিলেন রাহুলজি,রাম ছিলেন একজন তপস্বী। তিনি সারাজীবন কৃচ্ছসাধন করে কাটিয়েছেন। গান্ধীজি বলতেন হে রাম। এটা ছিল তাঁর স্লোগান।
এরপর রাহুল বলেন পণ্ডিতজি আরেকটি স্লোগান বলেছিলেন, সেটা হল জয় সিয়ারাম বা জয়সীতা রাম। সীতা আর রাম একই। তাহলে কেন জয় সিয়ারাম বা জয় সীতারাম স্লোগান দেওয়া হয়। এর মানে রাম সীতার জন্য লড়াই করেছিলেন। আমাদের সীতার জন্য যে জায়গা রয়েছে, তাকে শ্রদ্ধা জানানো উচিত। তৃতীয় স্লোগান হল জয় শ্রীরাম যেখানে রামের প্রশংসা সবাই করে থাকেন। তখন ওই পণ্ডিত তাঁকে বলেন তিনি বক্তৃতা দেওয়ার সময় যেন জানতে চান বিজেপি কেন জয় শ্রীরাম সবসময় বলে। কেন কখনওই জয় সিয়ারাম বা হে রাম বলে না। ব্যাপারটা তাঁর খুব মনে ধরেছিল।
আসলে বিজেপি-আরএসএস রাম যে বেঁচেছিলেন, সে ব্যাপারে তাদের কোনও ভাবনা নেই। আসলে রাম কারো প্রতি কখনও অবিচার করেনি। তিনি সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছিলেন। সবাইকে সম্মান দিয়েছিলেন। সবাইকে সাহায্য করেছিলেন। কিন্তু বিজেপি-আরএসএসের লোকেরা নিজেদের জীবনে সেই নীতি অনুসরণ করতে পারেনি। আরএসএসের বন্ধুদের কাছে তাঁর আবেদন তাঁরা যেন অবশ্যই জয় শ্রীরাম বলেন। তাদের জয় সিয়ারাম বা হে রাম বলা উচিত এবং সীতাকে অসম্মান করা উচিত নয়।