Weather Update: মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে, নামবে পারদ

206
Weather Update: মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে, নামবে পারদ

মহানগর ডেস্ক: কালবৈশাখী-র (Kalbaishakhi) জেরে কমেছে ভ্যাপসা গরম ভাব। বদলেছে আবহাওয়া। যদিওবা বেলা গড়ালে রোদের তাপে অস্বস্তি বাড়ছে নগরবাসীর। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া।

আবহবিদদের কথায়, সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে।

আরও পড়ুন: বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উন্নতি হবে ,আজ আপনার ভাগ্য কি বলছে জেনে নিন

সেইসঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাড়তি সর্তকতা বজায় থাকবে আলিপুরদুয়ার ও কোচবিহারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন ঘটবে না।

পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বিকেল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টা আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ।