Home Entertainment Raj Babbar: ২ বছরের জেল রাজ বব্বরের,২৬ বছরের পুরনো মামলায় দোষী সাব্যস্ত অভিনেতা

Raj Babbar: ২ বছরের জেল রাজ বব্বরের,২৬ বছরের পুরনো মামলায় দোষী সাব্যস্ত অভিনেতা

by Anamika Nandi
Raj Babbar: ২ বছরের জেল রাজ বব্বরের,২৬ বছরের পুরনো মামলায় দোষী সাব্যস্ত অভিনেতা

মহানগর ডেস্ক: ২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাদণ্ড হল কংগ্রেসের তিনবারের লোকসভার সাংসদ রাজ বব্বরের (Raj Babbar)। ১৯৯৬ সালে লোকসভা নির্বাচন চলাকালীন একজন সরকারি আধিকারিককে নিগ্রহের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। লখনউয়ের বিশেষ আদালত বৃহস্পতিবার অভিনেতা তথা নেতাকে জরিমানার পাশাপাশি দু’বছরের জেলের সাজা শুনিয়েছে। সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন অভিনেতা।

উল্লেখ্য, ১৯৯৬-এ তৎকালীন পোলিং অফিসার কৃষ্ণ সিং রানার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় অভিনেতার বিরুদ্ধে। কৃষ্ণ সিং রানার অভিযোগ অনুযায়ী, রাজ বব্বর অরবিন্দ যাদব ও আরও কিছু ব্যক্তি লোকসভা নির্বাচনের সময় সুলতান-ই- মাদারসি স্কুলের ১৯২ নম্বর বুথে ঢুকে সরকারি কাজে বাধা দেন। পোলিং অফিসারের বক্তব্য, বুথে ঢুকে সরকারি আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন রাজ বব্বর। এমনকি পোলিং এজেন্টের উপর হামলা হয়েছিল।

ওই ব্যক্তি জানিয়েছেন, অন্যান্য ভোট কর্মী ও পুলিশ কর্তাদের হস্তক্ষেপে গোটা বিষয়টি আয়ত্তে আসে। সেই মামলার পরিপ্রেক্ষিতে লখনউ আদালত সাজা শুনিয়েছে আজ। সেসময় অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল। আদালত তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারিও করেছিল। এদিকে অভিনেতার কথায়, তাঁর পুরো ঘটনা মনে নেই। অফিসারের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করে গিয়েছেন তিনি। কিন্তু আদালতের পক্ষ থেকে এদিন তাঁকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছে এবং দু’বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

You may also like