Home Entertainment Raj Kundra : ফের চার্জশিট জমা রাজকুন্দ্রার নামে, মুম্বাই পুলিশের অভিযোগ শিল্পার বরের নামে

Raj Kundra : ফের চার্জশিট জমা রাজকুন্দ্রার নামে, মুম্বাই পুলিশের অভিযোগ শিল্পার বরের নামে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : মুম্বাইয়ের বিজনেসম্যান তথা অভিনেত্রী শিল্পা শেট্টির পর রাজকন্দ্রার নামে নয়া চার্জশিট পেশ করলেন মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের দুটি বিলাস বহুল হোটেলে পর্নোগ্রাফি তৈরি করা এবং সেগুলি ওয়েব মাধ্যমে ছড়িয়ে টাকা ইনকাম করার অভিযোগ তুললেন মহারাষ্ট্র সাইবার পুলিশ।

মডেল শার্লিন চোপড়া এবং পুনম পান্ডে সেই সঙ্গে প্রোডিউসার মিতা ঝুন ঝুনওয়ালা এবং ক্যামেরাম্যান রাজু দুবে প্রত্যেকেই নামে নতুন করে অভিযোগ এনেছেন সাইবার পুলিশ দপ্তর। দিল্লির ওই পাঁচতারা হোটেলে নীল ছবির শুটিং চলেছে বলে দাবি করেছেন তারা। এর আগে ২০২১ সালে মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ একটি আলাদা চার্জ শিট পেশ করেছিলেন এপ্রিল মাসে। সেখানে জানা গিয়েছে রাজকুন্দ্রা এবং তার সহকর্মীদের হাত ধরে বিরাট রেকেট করছে। যাদেরকে আগেই ধরা হয়েছিল গত বছর ফেব্রুয়ারি মাসে।

উল্লেখ্য গত বছর ১৫০০ পাতার চার্জশিট পেশ করেছিলেন মুম্বাই পুলিশ। এমনকি জানা গিয়েছিল পান্ডে একটি নতুন অ্যাপ প্রকাশ করেছিলাম যার মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়াতে। এমন সাইবার পুলিশের কথা অনুযায়ী এই ক্যামেরাম্যান দুই অভিনেত্রীর শুটিং করেছিলেন। সবকিছু খতিয়ে দেখে ফের রাজকুন্দ্রার নামে নতুন করে চার্জশিট পেশ করলেন মুম্বাই পুলিশ।

You may also like