Home Entertainment Rajamouli-Deepika : এবার দক্ষিণী তারকা’র সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা! পরিচালক রাজামৌলি

Rajamouli-Deepika : এবার দক্ষিণী তারকা’র সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা! পরিচালক রাজামৌলি

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বলিউডে এখন জোর গুঞ্জন। কান পাতলেই শোনা যাচ্ছে রাজামৌলির ছবির নতুন নায়িকা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। আর হবে নাই বা কেন। নিজের অভিনয়ের রূপের জাদুতে মুগ্ধ করেছেন গোটা বিশ্বকে। এমন অবস্থায় তারা একসঙ্গে কাজ করবেন না তো কে করবেন? তবে এখানেই শেষ নয়। দীপিকার বিপরীতে যিনি রয়েছেন তিনিও আরেক মহারথী।

দক্ষিণী বিনোদন জগতের অন্যতম স্টার মহেশ বাবুর সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন দীপিকা। ইতিমধ্যে একাধিক দক্ষিণ ইন্ডাস্ট্রির বড় বড় তারকা সঙ্গে কাজ করে ফেলেছেন দীপিকা। তবে এবার রাজামৌলির ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে খুশি মস্তানি। এই প্রথমবার পর্দায় আসতে চলেছেন দীপিকা-মহেশ জুটি। যদিও ছবির নির্মাতারা এখনই কোনো মন্তব্য করতে নারাজ।

উল্লেখ্য, ইতিমধ্যে তেলেগু ছবির হাতে খড়ি হয়েছে অভিনেত্রীর প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ তে কাজ করেছেন তিনি। ইতিমধ্যে দীপিকার সঙ্গে কাজ করা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাজামৌলি। তবে সামান্য মুখ খুলেছেন মহেশ। জানিয়েছেন,’ এই ছবি নিয়ে এখনই বেশি কিছু বলা যাবে না। তবে এটুকু বলতে পারি যে আমার স্বপ্ন সত্যি হয়েছে। এস এস রাজামৌলি সঙ্গে কাজ করতে পারব। বহুদিন ধরে কাজ করার চেষ্টা করছিলাম। অবশেষে সেটা হচ্ছে’।

You may also like