Home Entertainment Rajeev -Charu : মেয়ের সঙ্গে সময় কাটান রাজীব, চারুর অভিযোগের পরেই এল ভিডিও

Rajeev -Charu : মেয়ের সঙ্গে সময় কাটান রাজীব, চারুর অভিযোগের পরেই এল ভিডিও

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : সুস্মিতা সেনের ভাইয়ের বউ চারু আসুপা অভিযোগ জানিয়েছিলেন তার স্বামী রাজীব সেন একবারের জন্য আসেন না তার মেয়ের খোঁজ করতে। সময় কাটানো দূর কথা মেয়ের খোঁজটুকু পর্যন্ত নেন না তিনি। যদিও এই কথার প্রতিবাদ মুখে জানাননি রাজীব। তবে কাজে করে দেখালেন। টিভি তারকার অভিযোগের ঠিক একদিন পরে সোশ্যাল মাধ্যমে শেয়ার করলেন এক ভিডিও। যেখানে রাজীব এবং তার মেয়ে দুজনেই খেলার মুডে।

সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে জিয়ানা এবং তার একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। যেখানে ক্যাপশনে লিখেছেন,’ বাবার ছোট্ট রাজকন্যা’। গোটা ভিডিওতে মেয়ের সঙ্গে হাসি মজাই মেতে উঠেছেন বাবা রাজীব। স্ত্রীর এই অভিযোগ একদিনের নয়। দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ জানাচ্ছেন স্ত্রী। আগে যদিও মুখ খুলে ছিলেন অভিনেতা। জানিয়েছিলেন তিনি তার মেয়ে জিয়ানার সঙ্গে দেখা করতে পারেন না তার অন্যতম কারণ তার স্ত্রী নিজে। কারণ সে তাদের দেখা করতে দিতে চায় না।

মাসে একবার কি দুবার মেয়ের সঙ্গে দেখা করার অনুমতি পান রাজীব সে কথা আগে জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। প্রসঙ্গত, ২০১৯ বিয়ের পিঁড়িতে বসেন চারু এবং রাজীব। মাঝে একাধিক বার তাদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। তবে মেয়ে পৃথিবীতে আসার পর আবার একসঙ্গে হয়েছিলেন তারা। যদিও সম্প্রতি শোনা যাচ্ছে আবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন এই দুই তারকা।

You may also like