Home Entertainment Ram Charan : বাংলার প্রতি টান আছে, সুযোগ পেলেই অভিনয় করবেন বাংলা ছবিতে জানালেন রামচরণ

Ram Charan : বাংলার প্রতি টান আছে, সুযোগ পেলেই অভিনয় করবেন বাংলা ছবিতে জানালেন রামচরণ

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বাংলা ছবি দেখতে ভালোবাসেন দক্ষিণী অভিনেতা রামচরণ। সুযোগ পেলে মাঝেমধ্যেই বাংলা ছবি দেখে ফেলেন টুকটাক। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ইভেন্টে গিয়ে এমন কথায় জানালেন চিরঞ্জীবী পুত্র। সেই সঙ্গে জানালেন বাংলা ছবিতে অভিনয় করতে চান তিনি।

তেলেগু সিনেমা জগতের চিরঞ্জীবী হলেন এক অত্যন্ত পরিচিত নাম। তার ছেলে হয়ে রামচরণ সম্পূর্ণ নিজের প্রতি ভাই আজ তেলিকো ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বরে। মগধীরা ছবিতে তার অভিনয় নজর কেড়েছিল আসমুদ্রহিমাচলের। তার ছবির বাংলা রিমেক বানিয়েছিলেন রাজ চক্রবর্তী যোদ্ধা নামে। যার মুখ্য হিসেবে অভিনয় করেছিলেন দেব এবং মিমি। তবে সম্প্রতি রাজা মৌলির আরআরআর ছবিতে অভিনয় করে রামচরনের জনপ্রিয়তা শীর্ষে পৌঁছয়। একই সঙ্গে তার সহ অভিনেতা জুনিয়র এনটিআর সমান খ্যাতি করিয়েছেন ওই ছবিতে অভিনয় করে। পাশাপাশি আল্লু আর্জুন, প্রভাস, যশ প্রত্যেকেই নিজেদের অভিনয়যোগ্যতা দিয়ে কোনটা আশা করে দিয়েছে বলিউডকে। যেখানে দাঁড়িয়ে লড়াই করতে রীতিমতো ভয় পাচ্ছেন বলিউডের খান ,কাপুর ,কুমাররা। যদিও রামচরণ এমনটা মনে করেন না।

তার মতে কোনটাই এমনভাবে হয় না। এখন সব ছবি প্যান ইন্ডিয়া হিসেবে মুক্তি পায়। গোটা ভারতবর্ষে বিনোদন জগত ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। যখন এই কথাগুলি বলছিলেন তার পাশে বসে ছিলেন অক্ষয় কুমার। অক্ষয়ের মতো বলিউড তারকার সিনেমা ঠিক কতটা উদ্বুদ্ধ করছে সেটাও জানান রামচরণ। পাশাপাশি তিনি জানিয়েছেন বাংলা সিনেমা তার বড্ড প্রিয়। সুযোগ পেলেই বাংলা ছবিটা কাজ করতে চান তিনি। এমনকি অন্যান্য আঞ্চলিক ভাষাতেও কাজ করতে আপত্তি নেই তার। তবে বাংলার প্রতি একটা বিশেষ টান রয়েছে তার। যেটা তিনি মেনে নিয়েছেন।

You may also like