Home Entertainment Ram Setu Trailer : রাম সেতু বাঁচাতে বদ্ধপরিকর অক্ষয়, মরণ-বাঁচন এই মিশনে সঙ্গী জ্যাকলিন

Ram Setu Trailer : রাম সেতু বাঁচাতে বদ্ধপরিকর অক্ষয়, মরণ-বাঁচন এই মিশনে সঙ্গী জ্যাকলিন

by Oindrila Chakraborty
Ram Setu Trailer : রাম সেতু বাঁচাতে বদ্ধপরিকর অক্ষয়, মরণ-বাঁচন এই মিশনে সঙ্গী জ্যাকলিন

মহানগর ডেস্ক : অবশেষে সামনে এলো দীর্ঘ প্রতীক্ষিত ছবি রাম সেতু ছবির ট্রেলার। বেশ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ছবি। ছবিতে আর্কিওলজিস্ট এর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। যিনি রাম সেতু বাঁচাতে মরণ-বাঁচন এক লড়াইয়ে নেমেছেন। যেই লড়াইতে তাকে সঙ্গ দেবেন নুসরাত ভারুচা, জ্যাকলিন ফার্নান্ডেজ, নাসের এবং সত্য দেব।

ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে কেন্দ্র সরকারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে রাম সেতু কে ভেঙে ফেলবার। যার অবশ্যই প্রতিবাদ জানাচ্ছেন অগণিত রাম ভক্ত। তবে রামসেতু বাস্তবে রয়েছে কিনা তা কারো জানা নেই। সেই সত্যকে খুঁজে বার করার দায়িত্ব পড়ে অক্ষয় কুমারের হাতে। যদিও মিশনের মাঝপথে অক্ষয় বুঝে যান তাকে মারবার জন্য এই প্রত্নতাত্ত্বিক অভিযান। কিন্তু হাল ছাড়তে নারাজ অভিনেতা। তিনি বিশ্বাস করেন ইতিহাসের অর্থ হলো যা অবশ্যই ঘটেছে। তাই রাম সেতু কে বাঁচাতে বদ্ধপরিকর তিনি। ট্রেলারের একদম শেষ মুহূর্তে শোনা যায়,’ ভগবান শ্রী রাম মন্দির এই পৃথিবীতে লাখো রয়েছে, কিন্তু তার সেতু রয়েছে একটাই’।

স্বাভাবিকভাবেই ছবির ট্রেলার সামনে আসতে উত্তেজিত রাম ভক্তরা। উল্লেখ্য রামসেতু এক দীর্ঘ আলোচনার বিষয়। এর ঐতিহাসিক গুরুত্ব মারাত্মক। মনে করা হয় মহাকাব্য রামায়ণ অনুসারে সীতাকে যখন রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছিলেন। তখন শ্রীরাম হনুমানের সাহায্যে চুনাপাথরের তৈরি এক সেতু ভারত থেকে শ্রীলঙ্কার যোগসুত্র হিসেবে বানিয়েছিলেন। তামিলনাড়ু দক্ষিণ পূর্ব অঞ্চলে বর্তমানে যা রামেশ্বরম নামে পরিচিত। সেখান থেকে একটি চুনাপাথরের সেতু চলে গিয়েছে সমুদ্রপথে শ্রীলংকার উত্তর-পশ্চিমে। এর ভূতাত্ত্বিক প্রমাণ পর্যন্ত পাওয়া গিয়েছে।

যুগ যুগ ধরে রামসেতু একটি মিথ। যার অস্তিত্ব নিয়ে বারবার আলোচনা গবেষণা হয়েছে। স্বাভাবিকভাবেই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র ভাবাবেগ এটি। তাই রাম সেতু ছবির ট্রেলার সামনে আসার পরে আশায় বুক বেধেছেন প্রত্যেকে। অভিষেক শর্মা পরিচালিত এই ছবি মুক্তি পাবে চলতি বছরের ২৫ অক্টোবর।

You may also like