Home Entertainment Rambha Car Accident : গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেত্রী রম্ভা, হাসপাতালে ভর্তি মেয়েও

Rambha Car Accident : গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেত্রী রম্ভা, হাসপাতালে ভর্তি মেয়েও

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক :  ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেত্রীর রম্ভা। দুর্ঘটনায় ভেঙেচুরে গিয়েছে তার গাড়ি। অভিনেত্রী ছাড়াও তার গাড়িতে ছিলেন তার সন্তান এবং তাদের আয়া। ভয়াবহ আহত অবস্থায় তার মেয়েকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

অভিনেত্রী রম্ভা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশ্যে গাড়ির দুর্ঘটনার খবর শেয়ার করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন বাচ্চাদের স্কুল থেকে আনতে গিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়েছে। তার শিশু এবং আয়া ছিল গাড়িতে। যদিও সবাই নিরাপদ রয়েছে। তবে তার মেয়ে এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি।

অভিনেত্রীর এই পোস্টে সেলিব্রিটি থেকে ভক্তরা প্রত্যেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন। কেউ কেউ জিজ্ঞাসা করেছেন তার বর্তমান অবস্থার কথা। চলচ্চিত্র জগত থেকে বহু দিন দূরে ছিলেন রম্ভা। সলমন খানের বিপরীতে জুরুয়া ছবিতে দেখা গিয়েছিল তাকে। এরপর ঘরওয়ালি বাহার ওয়ালি, মে ঝুট নেহি বোলতা সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে তাকে।

You may also like