Home Featured Ram Nath Kovind: জাতির উদ্দেশে শেষ ভাষণ কোবিন্দের, মনে করেছেন নেহরু-গান্ধীকে

Ram Nath Kovind: জাতির উদ্দেশে শেষ ভাষণ কোবিন্দের, মনে করেছেন নেহরু-গান্ধীকে

by Anamika Nandi

মহানগর ডেস্ক: রবিবার শেষ বারের মত জাতির উদ্দেশে ভাষণ রাখলেন রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind)। সংসদের সেন্ট্রাল হলে বিদায়ী সংবর্ধনায় গান্ধীজিকে মনে করেছিলেন তিনি। রাইসিনা হিলস ছাড়ার আগে আরও একবার গান্ধীকে মনে করেছেন কোবিন্দ। বাদ যায়নি জওহরলাল নেহরুও। এছাড়া ভাষণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রণব মুখোপাধ্যায়ের কথাও উল্লেখ করেছেন। সেইসঙ্গে প্রশংসা করতে ভোলেননি দেশের প্রধানমন্ত্রী সহ নতুন জাতীয় শিক্ষানীতির।

তিনি বলেছেন, “প্রথম যেদিন রাষ্ট্রপতি ভবনে এসেছি, সেদিনই আমাকে দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তারপরও যখনই কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছে, আমি গান্ধীজীর শরণাপন্ন হয়েছি। দেশের সবচেয়ে গরীব মানুষটির কথা ভাবতে বলেছেন তিনি”। এক কথায় গান্ধীজির জীবন অনুপ্রাণিত করেছে তাঁকে। সেইসঙ্গে এদিন দেশের যুবসমাজকে নীতি ও আদর্শের পাঠ পড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে মনে করে কোবিন্দ বলেছেন, রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠায় জোর দিয়েছেন নেহরু। যেখানে সাম্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সর্দার প্যাটেল থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ‘অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্রের শাসক দল সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, অনেক স্বাধীনতা সংগ্রামীর নাম ভুলিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নতুন করে স্মরণ করা হচ্ছে। তবে এটা ঠিক যে স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল।

পাশাপাশি জাতির উদ্দেশে শেষ ভাষণে কেন্দ্রীয় জাতীয় শিক্ষানীতির উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায়, শিক্ষা একটি জাতিকে উন্নতির পথে নিয়ে যায়। তাই এই উন্নতি সাধনে নতুন শিক্ষানীতি এনেছে সরকার। আজ সোমবার দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু।

You may also like