Home Featured Ranadeep Surjewala: বস্ত্রহরণ হয়েছিল সীতার! গেরুয়া শিবিরকে আক্রমণ করে বেফাঁস মন্তব্য সুরযেওয়ালার

Ranadeep Surjewala: বস্ত্রহরণ হয়েছিল সীতার! গেরুয়া শিবিরকে আক্রমণ করে বেফাঁস মন্তব্য সুরযেওয়ালার

by Anamika Nandi
Ranadeep Surjewala: বস্ত্রহরণ হয়েছিল সীতার! গেরুয়া শিবিরকে আক্রমণ করে বেফাঁস মন্তব্য সুরযেওয়ালার

মহানগর ডেস্ক: বিজেপিকে (BJP) আক্রমণ করতে গিয়ে দ্রৌপদী আর সীতার মধ্যে গুলিয়ে ফেললেন কংগ্রেস (Congress) নেতা রণদীপ সুরযেওয়ালা (Ranadeep Surjewala)। দ্রৌপদীর বস্ত্রহরণ প্রসঙ্গ তুলে, সেখানে নাম নিলেন সীতার। তাঁর বক্তব্য, “গণতন্ত্রের বস্ত্রহরণ করতে চাইছে গেরুয়া শিবির। ঠিক যেমন সীতার হয়েছিল”।

প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বিজেপি আগের নির্বাচনগুলিতে বাজে ভাবে হেরেছে। সত্য, গণতন্ত্র আইন ও আদর্শ জিতবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি চাইছে গণতন্ত্রের বস্ত্রহরণ করতে। ঠিক যেভাবে সীতার হয়েছিল। কিন্তু ওরা রাজ্যসভায় হারবে। আর তখনই তাদের মুখোশ খসে পড়বে’। পাশাপাশি ইডি, সিবিআই ও আয়কর দফতরের মত কেন্দ্রীয় সংস্থার সমালোচনা করেছেন তিনি।

আরও পড়ুন: বছর ঘুরতে না ঘুরতেই বিয়েতে ভাঙন! পরকীয়ায় মজেছেন দুর্নিবার,ঘর ছাড়লেন মীনাক্ষী

তাঁর কথায়, বিজেপি নিজেদের স্বার্থে এইসব সংস্থাকে কাজে লাগাচ্ছে। রাজ্যসভা নির্বাচনের আগে একটি সাংবাদিক সম্মেলনে এই ধরণেরই বক্তব্য রেখেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরযেওয়ালা। যেখানে মহাভারতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরে, তাতে সীতার নাম উল্লেখ করে ফেলেন তিনি। যার পর বিজেপি তাঁর ন মন্তব্যের সমালোচনা করেছে।

তাদের মতে, হাত শিবির রামের অস্তিত্বকেই অস্বীকার করছে। প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইটারে লেখেন, ‘একজন মুসলিম হয়েও আমি জানি মা সীতা নয়, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। কিন্তু কংগ্রেস শ্রী রামের অস্তিত্বকেই অস্বীকার করতে চাইছে’।

You may also like