Home Entertainment Ranbir-Alia: মেয়ের কী নাম রাখলেন রণবীর আলিয়া? জানালেন অভিনব কায়দায়

Ranbir-Alia: মেয়ের কী নাম রাখলেন রণবীর আলিয়া? জানালেন অভিনব কায়দায়

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : গত ৬ নভেম্বর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। তারপর থেকেই খুশিতে ভাসছে কাপুর এবং ভাট পরিবার। তবে মেয়ের কী নাম রাখবেন সেই নিয়ে অধিক প্রশ্ন ছিল অনুরাগীদের মনে। যদিও তারা নিজেরা বলেছিলেন তাদের মেয়ের নাম এমন হবে যার সঙ্গে মিল থাকবে বাবা ঋষি কাপুরের। অবশেষে প্রকাশ্যে আনলেন নিজেদের মেয়ের নাম। তাও একেবারে অভিনব ভাবে।

বৃহস্পতিবার আলিয়া একটি ছবি শেয়ার করেন যেখানে যেখানে রণবীর আলিয়া দুজনেই তাদের মেয়েকে কোলে ধরে রয়েছেন। যদিও মেয়ের মাথা বাঁধে আর কিছুই দেখা যাচ্ছে না। পুরো ছবিটাই রয়েছে ব্লার মোডে। তবে দেওয়ালে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি। সেখানে লেখা রয়েছে মেয়ের নাম। রানবির আলিয়া মেয়ের নাম রেখেছেন ‘রাহা’। সেই ছবি শেয়ার করে লিখেছেন,’ রাহা নামটা যেটা আমি এবং তার ঠাকুমা মিলে ঠিক করেছি। এটার মানে হলো আধ্যাত্মিক পথের অনুসন্ধান। একই সঙ্গে আনন্দ। সংস্কৃতে এর মানে বংশ এবং বাংলায় এর অর্থ থেকে যাওয়া। আরবি ভাষায় যার অর্থ শান্তি। আমরা এই নামের মধ্যে দিয়ে ওকে সবকিছু দিতে চেয়েছি। ধন্যবাদ রাহা আমাদের জীবনে আসার জন্য এবং আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠার জন্য। তোমার পথচলা সবই শুরু হয়েছে’।

উল্লেখ্য রাহার ঠাকুমাই বিশেষ করে এই নাম বেছে রেখেছেন নাতনির জন্য। দাদু, বাবা এবং পিসির মতোই তার নাতনির নাম রেখেছেন ‘আর’ অক্ষর দিয়ে। তবে এই অদ্ভুত সুন্দর নাম জেনে খুশি অনুরাগীরা। প্রত্যেকেই তারিফ করেছেন তার এবং নিতু কাপুরের এত ভেবেচিন্তে একটি নাম রাখার জন্য।

You may also like