Home Entertainment Ranbir Kapoor : অ্যানিমেলের সেটে রক্তাক্ত রণবীর! হলোটা কি অভিনেতার

Ranbir Kapoor : অ্যানিমেলের সেটে রক্তাক্ত রণবীর! হলোটা কি অভিনেতার

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : কাজে ফিরেছেন রণবীর কাপুর। মেয়ে জন্মবার দুদিনের মধ্যেই শুরু করেছেন কাজ। তার কাজের প্রতি ডেডিকেশন ঠিক কতটা আসে কথা বারবার বলেছেন আলিয়া। আপাতত নিজের পরবর্তী ছবি অ্যানিম্যালের কাজে ব্যস্ত তিনি। যেখানে তার বিপরীতে দেখা যাবে ‘ন্যাশনাল ক্রাস’ রশ্মিকা মন্দনাকে। তবে সম্প্রতি এই ছবির সেট থেকে একটি ছবি ভাইরাল হয়েছে। যে ছবি দেখে কার্যত সিউড়ে উঠেছেন রণবীর অনুরাগীরা। দেখা যাচ্ছে আপাত মস্তক রক্তাক্ত অবস্থায় অভিনেতা। চোখে মুখে ফুটে উঠেছে যন্ত্রণা। হলোটা কি রণবীরের। তাহলে কি বড়সড়ো কোন দুর্ঘটনা ঘটেছে সেটে। ঠিক আছেন তো সবাই?

এই প্রশ্ন যখন ঘুরে ফিরে বেড়াচ্ছে সবার মনে তখন জানা গেল রণবীরের এই লুক আসলে ছবির জন্য। কেউ কোন রকম আঘাত পাননি। না তো কোন রকম দুর্ঘটনা ঘটেছে ছবির সেটে। সাদা পোশাক যাতে ছড়িয়ে রয়েছে রক্তের দাগ। একমুখ দাড়ি গোঁফ এবং কাজ পর্যন্ত চুল। চোখে মুখে রয়েছে ক্ষতের চিহ্ন। ছবি সোশ্যাল মাধ্যমে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় আসতে চলেছে রণবীরের পরবর্তী ছবি অ্যানিমেল। যার পরিচালনাতে আগে দেখা গেছে অর্জুন রেড্ডির মতো ছবি। ২০১৭ সালের তেলেগু ব্লকবাস্টার ছবি অর্জুন রেড্ডি। যা পরবর্তীকালে বলিউডে কবীর সিং নামে তৈরি করা হয়। অন্যদিকে অ্যানিমেল ছবির মূল ভাবনা পরিবেশ এবং প্রাকৃতিক জীবজন্তুর প্রাণীর যে সম্পর্ক সেই নিয়ে। ছবির বিষয়বস্তু নিয়ে আগেই উত্তেজনা দেখা গিয়েছিল। এখন অপেক্ষা ছবির মুক্তির।

আগামী বছর ১১ আগস্ট মুক্তি পাবে অ্যানিম্যাল। রণবীর এবং রশ্মিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর এবং ববি দেওয়ালকে। তবে সূত্রের খবর অনুযায়ী ছবিতে নাকি ওটা গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে পরিনিতি চোপড়াকে।

You may also like