মহানগর ডেস্ক : বংশে নতুন প্রদীপ এসেছে। স্বাভাবিকভাবেই খুশিতে ভাসছে কাপুর পরিবার। প্রত্যেকেই রণবীর আলিয়াকে শুভেচ্ছা যেমন জানিয়েছেন তেমনি মিডিয়া থেকে পাপ্পারাজি সবাইকে মিষ্টি বিতরণ করেছেন। খুশি কাপুর পরিবারের সদস্য তথা বর্ষিয়ান অভিনেতা রনধীর কাপুর।
রণবীর আলিয়ার মেয়ে হয়েছে শুনেই হাসপাতালে ছুটেছেন রনবীরের মা নিতু এবং আলিয়ার মা সোনি রাজদান। অন্যদিকে বাড়িতেই ছিলেন রনধীর। মিডিয়াকে জানিয়েছেন, ভীষণ খুশি তিনি। ‘আজ পরিবারে খুশির হাওয়া। আমার ভাই ঋষি উপর থেকে সবটা দেখছে। আমি জানি ও খুব খুশি হচ্ছে’।
অন্যদিকে রবিবার রাতে নিতু কাপুর জানিয়েছেন সম্পূর্ণ সুস্থ রয়েছেন আলিয়া। এবং সুস্থ রয়েছে তার সন্তান। চলতি বছর এপ্রিলের সাত পাকে বাঁধা পড়েন রণবীর আলিয়া। মাস ঘুরতে না ঘুরতে জুন মাসে তারা জানান পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। স্বাভাবিকভাবেই খুশিতে ফেটে পড়েছিলেন তাদের অনুরাগীরা। গতকাল দুপুর ১২ টা নাগাদ কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।