Home Entertainment Ranojoy Bishnu : অসুস্থ ‘অনুজ’, হাসপাতালে ভর্তি হয়তো হলো গুড্ডি’র নায়ককে

Ranojoy Bishnu : অসুস্থ ‘অনুজ’, হাসপাতালে ভর্তি হয়তো হলো গুড্ডি’র নায়ককে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : এই মুহূর্তে বাংলা ধারাবাহিক গুড্ডি রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সমালোচনা হোক কিংবা আলোচনা স্টার জলসার এই ধারাবাহিক মাঝেমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তবে ধারাবাহিকে যে পরকীয়া দেখানো হয় তাতে বেশ বিরক্ত দর্শক। যদিও তার পরেও টিআরপি তালিকা ধরে রেখেছে এই ধারাবাহিক। তবে এবার খারাপ সংবাদ গুড্ডি ভক্তদের জন্য। ধারাবাহিকের হিরো অর্থাৎ অনুজ গুরুতর অসুস্থ। একেবারেই ভালো নেই তিনি। হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল তাকে।

গাড়ি থেকে নেমে দাঁড়াতেই পায়ে অসহ্য যন্ত্রণা। তবে হাসপাতালে চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ তিনি। রবিবার ছুটি পেয়েছেন হাসপাতাল থেকে। যদিও চিকিৎসকেরা থাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আপাতত সম্পূর্ণ বিশ্রাম। তারপরেও শুটিংয়ে ফিরেছেন রনজয়। হিরো হওয়া তো আর চারটি খানি কথা নয়। তবে কিছুদিন বিশ্রাম নিয়ে পুনরায় কাজে ফিরেছেন তিনি। পাশাপাশি সংবাদমাধ্যমদের জানিয়েছেন, অতিরিক্ত বিশ্রাম নিলে প্রোডাকশন হাউসের ক্ষতি হবে। তবে তিনি কথা বলেছেন আপাতত কোন দাঁড়িয়ে দৃশ্য তিনি করবেন না। সবটাই চেয়ারে বসে শট দেওয়া।

কিন্তু হঠাৎ কি এমন হলো অভিনেতার? জানা গিয়েছে দশ বছরের পুরনো চোট এটি। হরনাথ চক্রবর্তীর রোশনি ধারাবাহিকে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। তখন তার কোমরে চোট লেগেছিল। তবে সেই চোট বর্তমানে বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছে। হয়েছে স্লিপ ডিস্ক। যে কারণে আপাতত ফিজিওথেরাপি চলছে তার। সিঁড়ি দিয়ে হাঁটাচলা আপাতত বন্ধ। যদিও বা করেন তাও অন্যের সাহায্যে।

এই ঘটনা সামনে আসার পর রনজয় ভক্তরা উদ্বিগ্ন। ফেসবুক ,ইনস্টা সমস্ত সোশ্যাল মাধ্যমে আপাতত তার দ্রুত আরোগ্য কামনায় একাধিক বার্তা শেয়ার করছেন অনুরাগীরা। তবে ধারাবাহিক ছাড়াও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন রণজয়। দীর্ঘ সময় সর্ম্পকে ছিলেন সোহিনী সরকারের সঙ্গে। যদিও চলতি বছরে তারা জানান বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের। তার পরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের। মাঝেমধ্যে দেখাও গিয়েছে একসঙ্গে। তবে ব্যক্তিগত জীবনকে সব সময় আলাদা ভাবে রাখতে চান তিনি। চান না কোন রকম কাটা ছেঁড়া হোক তার জীবন নিয়ে। যে কারণে সোশ্যাল মাধ্যমে একাধিকবার অনুরোধ জানিয়েছেন অনুরাগীদের। জানিয়েছিলেন যদি সত্যি কেউ তাকে ভালোবেসে থাকেন তাহলে ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা না করতে।

You may also like