Home Entertainment Ranveer Singh : ব্যস্ততার মাঝেও বউয়ের জন্য সারপ্রাইজ, বলিউডের ‘আদর্শ স্বামী’র নজির গড়লেন রণবীর

Ranveer Singh : ব্যস্ততার মাঝেও বউয়ের জন্য সারপ্রাইজ, বলিউডের ‘আদর্শ স্বামী’র নজির গড়লেন রণবীর

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : বলিউডের অন্যতম সেলিব্রিটি কাপল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। দেখতে দেখতে চার বছর কাটিয়ে ফেললেন বিবাহিত জীবন। এই দুই তারকা কোঙ্কানি এবং সিন্ধি দুই রীতি মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইটালির লেক কমোতে। তবে যতই ব্যস্ত থাকুক না কেন দুজনে দুজনের জন্য সময় বার করেন। শুধু তাই নয় মাঝেমধ্যে এমন কিছু সারপ্রাইজ দুজনে দুজনকে দিয়ে থাকেন যে কারণে বলিউডের আদর্শ কাপল গোল হিসেবে পরিচিত তারা।

সম্প্রতি নিজেদের কাজের জন্য দুজনেই আলাদা রয়েছেন। তবে তার মাঝেই সেলিব্রেট করলে নিজেদের চতুর্থতম বিবাহ বার্ষিকী। তবে তার মাঝেও সময় বের করে রণবীর হাজির হলেন দীপিকার অফিসে। দীপিকা ব্যস্ত ছিলেন তার সহকর্মীদের সঙ্গে অফিসের ভেতরে। রণবীর একটি ছবি শেয়ার করেছেন দীপিকার অফিসের বাইরে সঙ্গে লিখেছেন,’ যখন সে অফিসের কাজে ব্যস্ত থাকে আর তাকে তুমি সারপ্রাইজ দিতে তার অফিসে পৌঁছে যাও। একটা ফুল এবং চকলেটের ক্ষমতাকে কখনো আন্ডারএস্টিমেট করোনা। হিরে সব সময় লাগে না। আমার কথাটা মনে রেখে দাও এবং পরে ধন্যবাদ জানিও ভদ্রলোকেরা’।

অর্থাৎ বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে একগুচ্ছ ফুল ও চকলেট নিয়ে হাজির হয়েছিলেন রণবীর। ২০১৮ সালে ১৪ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকা। তাদের সম্পর্কের শুরু হয় সঞ্জয় লীলা বানসালির সেটে। সেখানে গালিওকি রাসলীলা রামলীলা ছবিতে অভিনয় করতে গিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। পরবর্তীকালে যে সম্পর্ক গড়ায় বিবাহ পর্যন্ত।

You may also like