Home Uncategorized Rape Accused Must Be Hang Publicly: ধর্ষণকারীদের প্রকাশ্যে চার রাস্তার মোড়ে ফাঁসি দেওয়ার নিদান মধ্যপ্রদেশের বিজেপিমন্ত্রীর!

Rape Accused Must Be Hang Publicly: ধর্ষণকারীদের প্রকাশ্যে চার রাস্তার মোড়ে ফাঁসি দেওয়ার নিদান মধ্যপ্রদেশের বিজেপিমন্ত্রীর!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: রাজ্যে ধর্ষণ যাতে আর না ঘটে, তার নিদান দিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী (Rape Accused Must Be Hang Publicly)। তাঁর দাওয়াই, ধর্ষণকারীদের ফাঁসি দেওয়া হোক প্রকাশ্যে, তাতে ভবিষ্যতে আর কেউ যেন আর এ ধরণের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়। এ সপ্তাহে মধ্যপ্রদেশের খাণ্ডোয়ায় এক চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটে (Rape Of Girl Child)। যে ঘটনা ঘিরে তোলপাড় বিজেপি শাসিত রাজ্য। সেই ঘটনার প্রেক্ষিতে এই দাওয়াই বাতলেছেন পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী ঊষা ঠাকুর। তিনি জানান, মধ্যপ্রদেশ সরকার (Madhya Pradesh Government) এ ধরণের বর্বর,পাশবিক মানুষদের মোকাবিলা করে চলেছে। মন্ত্রী জানান দেশের মধ্যে এই রাজ্যই প্রথম, যে রাজ্যে ধর্ষণের শাস্তি হল মৃত্যুদণ্ড। এখনও পর্যন্ত বাহাত্তরজনকে ধর্ষণের অপরাধে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। মন্ত্রী অবশ্য শাস্তির নিদান দিয়েও উদ্বেগ চেপে রাখতে পারেননি।

জানান, তারপরেও যদি এরকম পাশবিক ঘটনা ঘটে, তাহলে তা সমাজের পক্ষে গভীর উদ্বেগের বিষয়। সেটা প্রচার মাধ্যম থেকে শুরু করে সবার কাছেই তা উদ্বেগের বিষয়। মন্ত্রী বলেন, তাঁদের নানাভাবে সমাজকে আলোকিত করার চেষ্টা করতে হবে। কীভাবে একজন এ ধরণের বর্বর কাজ করতে পারে। তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবেন এ ধরণের ঘৃণ্য অপরাধীদের প্রকাশ্যে রাস্তার মোড়ে ফাঁসি দেওয়ার জন্য। একজন অভিযুক্তকে জেলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু সেখানে কী ঘটে,তা কেউ জানতে পারেন না। ক্ষুব্ধ মন্ত্রী জানান,যদি সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলিতে দুজন অপরাধী ধরা পড়ে, তাহলে খাণ্ডোয়া শহরের মোড়ে তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। তারপর কেউ এ ধরণের ঘৃণ্য কাজ করতে গেলে পরিণামের কথা ভেবে কোনও মেয়ের শরীর স্পর্শ করার আগে হাজারবার ভাববে। দিন কয়েক আগে খাণ্ডোয়ায় এক চারবছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের পর তাকে একটি খামারে ঝোপের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক অভিযুক্ত অন্যত্র অন্য একটি ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ধর্ষণে দুই অভিযুক্ত প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই নিদান দেন মন্ত্রী।
.

You may also like