Home Entertainment Rape Threat : বিগবস থেকে সাজিদ খানকে বাদ দেওয়ার চিঠি, ইনস্টাগ্রামে মহিলা কমিশনের প্রধানকে ধর্ষণের হুমকি

Rape Threat : বিগবস থেকে সাজিদ খানকে বাদ দেওয়ার চিঠি, ইনস্টাগ্রামে মহিলা কমিশনের প্রধানকে ধর্ষণের হুমকি

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: বলিউডের বিতর্কিত পরিচালক সাজিদ খানকে ( Controversial Bollywood Director Sajid Khan) বিগবস (Big Boss) থেকে বাদ দেওয়ার জন্য মন্ত্রীকে চিঠি লেখার পর এবার ইনস্টাগ্রামে ধর্ষণের (Rape Threat) হুমকি দেওয়া হল দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে (DWC Commission Chief Swati Maliwal) । দিন কয়েক আগে একাধিক মহিলাকে যৌন হেনস্থার (Sexual Harassment) জন্য মিটু আন্দোলনে ( #Me to Movement) অভিযুক্ত সাজিদকে বিগ বস রিয়েলিটি শো থেকে বাদ দিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে দাবি জানান তিনি।

এদিন ইনস্টাগ্রামে রাহুল ও হৃতিক শেলদেকর নামে দুজনের হুমকি মেসেজের স্ক্রিন শট তাঁর অ্যাকাউন্টে শেয়ার করেন মালিওয়াল। অভিযোগ জানিয়েছেন দিল্লি পুলিশেও। কমিশনের প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয়মন্ত্রীকে বিগবস থেকে সাজিদ খানকে বাদ দেওয়ার জন্য চিঠি পাঠানোর পর থেকেই তিনি ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি পেতে শুরু করেছেন। তাঁদের কাজ বন্ধ করার উদ্দেশেই এই হুমকি দেওয়া হচ্ছে। গোটা বিষয়টি তদন্ত করার জন্য তিনি দিল্লি পুলিশে অভিযোগ জানিয়েছেন। যারা দোষী পুলিশ তাদের গ্রেফতার করুক। প্রসঙ্গত,বলিউডের নামী পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মিটু আন্দোলনের সময় যৌন হেনস্থার একাধিক অভিযোগ ওঠে।

তাঁকে ভারতের সব থেকে জনপ্রিয় রিয়েলিটি শো বিগবসে আনার কথা। তবে সোশ্যাল মিডিয়ার ইউজাররা সাজিদকে শো থেকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন। এ নিয়ে মঙ্গলবার টুইট করেছিলেন মালিওয়াল। তিনি জানান মিটু আন্দোলনের সময় দশ জন মহিলা সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। এইসব অভিযোগে সাজিদের বিকৃত মানসিকতার পরিচয় দেয়। এখন তাঁর মতো একজনকে বিগবসে জায়গা দেওয়া হচ্ছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সাজিদকে বাদ দেওয়ার জন্য কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুরকে তিনি চিঠি লিখেছেন। তবে গায়িকা সোনা মহাপাত্র ও মন্দানা কারিমি মালিওয়ালের পদক্ষেপের বিরোধিতা করেছেন।

You may also like