Home Featured RASHID KHAN CAR DRIVER : শিল্পী রশিদ খানের গাড়ির চালকের কাছে পুলিশের ঘুষ চাওয়ার অভিযোগ

RASHID KHAN CAR DRIVER : শিল্পী রশিদ খানের গাড়ির চালকের কাছে পুলিশের ঘুষ চাওয়ার অভিযোগ

by Arpita Sardar
ustad rashid khan, rashid khan's wife, police bribe, car driver

মহানগর ডেস্কঃ ঘুষ দিতে অস্বিকার করায় হেনস্থা করা হল সংগীত শিল্পী ওস্তাদ রশিদ খানের গাড়ির চালককে। মঙ্গলবার রাতে বেলেঘাটার কাছে গাড়ি আটকে তাঁর কাছে ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ। তবে তিনি তা দিতে অস্বীকার করায় হেনস্থার সম্মুখীন হতে হয় খ্যাতনামা শিল্পীর গাড়ি চালককে। ওই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওস্তাদ রশিদ খান।

শিল্পীর পরিবারের তরফে জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে তাঁদের পরিচিত এক শিল্পীকে দমদম বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়েছিল ওস্তাদ রশিদ খানের গাড়ি। বেলেঘাটায় হঠাতই তাঁদের গাড়ি আটকে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, শিল্পীর গাড়ির চালক এবং তাঁর দেহরক্ষীর কাছ থেকে ঘুষ চাওয়া হয়।

ঘুষ দিতে অস্বীকার করেন শিল্পীর গাড়ির চালক। এরপরেই তাঁরা হেনস্থার সম্মুখীন হন বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে, শিল্পীর গাড়ির চালককে আটক করে প্রগতি ময়দান থানাতেও নিয়ে যাওয়া হয়েছিল। রশিদ খানের কাছে খবর পৌঁছতে সময় লাগেনি। তিনি নিজে ফোন করেন থানায়। পালটা হিসেবে শিল্পীকে থানায় যেতে বলা হয় বলে খবর।

ওস্তাদ রশিদ খান নিজে থানায় উপস্থিত হন। গাড়ি চালককে ছাড়িয়ে বাড়ি ফিরিয়ে আনেন তিনিই। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এমন প্রথিতযশা শিল্পীর পরিবারকে হেনস্থা, তার উপরে ঘুষের দাবি করার মত গুরুতর অভিযোগে নড়েচড়ে বসেছে বিভিন্ন মহল।

এই ঘটনায় শিল্পীর পরিবার রীতিমত ক্ষুব্ধ। ওস্তাদ রশিদ খানের স্ত্রী স্পষ্ট জানিয়েছেন, হেনস্থার কারণ স্পষ্ট না হলে আইনের দ্বারস্থ হবেন তাঁরা। প্রয়োজনে আদালতেও যেতে পারেন বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।

You may also like